🙏🙏 Welcome to BIOSGD 🙏🔬🧪🫁🫀🧬🩸🧠🇮🇳 (1) CLASS XII          (2) CLASS XI IMPORTANT QUESTIONS        (3) HS EXAM QUESTIONS     (4) NCERT Biology book 📚

Class XII/UNIT -1/অধ্যায় 2 :- সপুষ্পক উদ্ভিদের যৌন জনন গুরুত্ব পূর্ণ প্রশ্নও উত্তর

 

1. ট্যাপেটাম কি এবং এর কাজ কি?
উ: মাইক্রো স্পোরাঞ্জিয়াম এ রেণুধর কলার বাইরে যে একস্তরী আবরণী থাকে তাকে টেপেটাম বলে ৷
কাজ :- (i) রেণুধর কলা কে রক্ষা করা,রেনু মাতৃকোশগুলিকে পুষ্টির যোগান দেওয়া ৷
            (ii) স্পোরোপোলেনিন ক্ষরন করা ৷

2. স্পোরোপোলেনিন ( speropollenin) কী ?
উঃ- ট্যাপেটাম এর ক্ষরণকারী কোশ থেকে ক্ষরিত ফ্যাটজাতীয় বস্তুকে স্পোরোপোলেনিন বলে ,যা রেনুর বহিঃপ্রাচীর  গঠন করে ৷ 

3. পরাগরেণুর এক্সাইন স্তরের  রাসায়নিক উপাদান গুলি কি কি ?
উঃ- পরাগরেণু এক্সাইন স্তরের রাসায়নিক উপাদান গুলি হল স্পোরোপোলেনিন ও প্রোটিন ৷

4.পোলেনকিট (Pollenkitt) কি ?
উঃ- পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণু এক্সাইনের বাইরের দিকে যে হলুদ চটচটে তৈলাক্ত পদার্থ দিয়ে আবৃত থাকে , একে পোলেনকিট (Pollenkitt) বলে ৷ একটি মুখ্যত লিপিড ও ক্যারোটিনয়েড দিয়ে গঠিত ৷
          এটি পতঙ্গ কে আকর্ষন করে ও UV রশ্মির হাত থেকে পরাগরেণু কে রক্ষা করে ৷

5.মেগাগ্যামেটোজেনেসিস (Megagametogenesis) বলতে কী বোঝো ?
উঃ- যে প্রক্রিয়ায়  স্ত্রীরেনু অর্থাৎ মেগাস্পোর থেকে ডিম্বাণু , সহকারি কোশ, প্রতিপাদ কোশ এবং নির্ণীত নিউক্লিয়াস সৃষ্টি হয় তাকে মেগাগ্যামেটোজেনেসিস (Megagametogenesis) বলে ৷

6. গেইটোনোগ্যামি (Geitonogamy) কি ?
উঃ- গেইটোনোগ্যামি (Geitonogamy , Gk. geiton = neighbour , gamous = marrage ) ঃ - যে স্বপরাগযোগ একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে থাকে তাকে গেইটোনোগ্যামি বলে ৷

7. অটোগ্যামি (Autogamy) কি ? 
উঃ- অটোগ্যামি (Autogamy , Gk. auto = self , gamous = marrage ) :- যে স্বপরাগযোগে পরাগমিলন একই ফুলের মধ্যে ঘটে, অর্থাৎ একটি ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তাকে অটোগ্যামি (Autogamy) বলে ৷

8. হোমোগেমি (Homogamy) কি ? উদাহরণ দাও ৷
উঃ- হোমোগেমি এক ধরনের স্বপরাগযোগ যা মুক্ত ফুলে ঘটে৷ গর্ভদণ্ডটি বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ডটি কোন পরিপক্ক পরাগধানীর সংলগ্ন হলে পরাগ যোগ ঘটে৷ এই ধরনের পরাগ যোগ কে হোমোগেমি বলে৷ 
উদাহরণ :- নয়নতারা , সন্ধ্যামালতী ফুলে দেখা যায় ৷

9. ক্লিস্টোগ্যামি (Cleistogamy) কি ? উদাহরণ দাও ৷
উঃ- ক্লিস্টোগ্যামি বদ্ধ প্রকৃতির ফলে দেখা যায় ৷ফুল বদ্ধ প্রকৃতির হওয়ার জন্য পরাগরেণু গর্ভমুণ্ডেই পতিত হয়ে পরাগ যোগ হয় ৷
যেমন :- কানশিরা , আমরুল 

10. ম্যালাকোফিলি (Malacophily) কি ?
উঃ- শামুকের সাহায্যে পরাগযোগ ঘটলে তাকে ম্যালাকোফিলি বলে ৷

11. চ্যালাজোগামি (Chalazogamy)  কি ?
উঃ- পুং জনন নালী বা পোলেন টিউব যখন ডিম্বক মূলের দিক দিয়ে ভ্রুণস্থলী তে প্রবেশ করে তখন তাকে চ্যালাজোগ্যামি বলে ।

12. পোরোগ্যামি (Porogamy) কাকে বলে ?
উঃ- পরাগনালি ডিম্বকরন্ধ্র এর মধ্য দিয়ে ভ্রুণস্থলীর ভিতরে প্রবেশ করলে তাকে প্রোরোগ্যামি বলে।

13. মেসোগ্যামি (Mesogamy) কি?
উঃ- পরাগনালি  ভ্রুণস্থলীর ভিতের ডিম্বক প্রাচীর ভেদ করে প্রবেশ করলে তাকে মেসোগ্যামি বলে।

14. স্ববন্ধ্যাত্ব (Self -sterility) কাকে বলে?
উঃ- একটি ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না সেই অবস্থাকে স্ববন্ধ্যাত্ব (Self -sterility) বলে। উদাহরণ : চা (Camellia sinensis) , রাস্না (Vanda roxburghii)

15. নিউসেলাস কি ?
উঃ- ডিম্বকের ডিম্বক ত্বকের ভিতরের দিকে খাদ্যসঞ্চকারী কোশপুঞ্জ বা কলাকে নিউসেলাস বলে ৷ 

16. টেস্টা কাকে বলে ?
উঃ- বীজ ত্বকের বাইরের আবরণ কে টেস্টা বলে ৷

17. টেগমেন কী?
উঃ- বীজ ত্বকের ভেতরের আবরণকে টেগমেন বলে ৷

18. নিষেক বা গর্ভাধান কাকে বলে ? নিষেক পদ্ধতি উদ্ভিদের কোন অংশে ঘটে?
উঃ- * জনন কোশ ও স্ত্রী জনন কোশের মিলন কে নিষেক বা গর্ভাধান বলে ৷
    **   নিষেক পদ্ধতিটি ভ্রূনস্থলীর মধ্যে ঘটে ৷

19. অপ্রকৃত ফল কাকে বলে ? উদাহরণ দাও ?
উঃ- ডিম্বাশয় বাদে ফুলের অন্যান্য অংশ যেমন পুষ্পাক্ষ ,বৃতি থেকে ফল গঠিত হলে তাকে অপ্রকৃত ফল বলে ৷ 
উদাহরন: - আপেল পুষ্পাক্ষ থেকে এবং চালতা বৃতি থেকে উৎপন্ন হয় ৷

20. দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠনটি লেখ৷
উঃ-■ দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন (Structure of Dicot Embryo) :    আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের দুটি প্রধান অংশ হল একটি ভ্রুণাক্ষ (embryonal axis) এবং দুটি বীজপত্র (cotyledons)। ভ্রুণাক্ষের ওপরের অংশ হল বীজপত্রাধিকাণ্ড (epicotyl) এবং নীচের অংশ হল বীজপত্রাবকাণ্ড (hypocotyl)।
                বীজপত্রাধিকাণ্ডের ঠিক ওপরে থাকে ভ্রূণমুকুল (plumule) যা থেকে বিটপ গঠিত হয়। বীজপত্রাবকাণ্ডের নীচের অংশটি হল ভ্ৰূণমূল (radicle), যা মূলত্র (root cap) দিয়ে ঢাকা থাকে। ভ্রূণমূল থেকে মূলতন্ত্র গঠিত হয়। 

21. পার্থেনোকার্পি কাকে বলে?
উঃ- পরাগযোগ ও নিষেক ছাড়াই গুপ্তবীজী উদ্ভিদে বীজ বিহীন ফল উৎপাদন কি পার্থেনোকার্পি কাকে বলে ৷ 

22. বহুভ্রূনতা বা পলিএম্ব্রায়োনি কি ? একটি উদাহরন দাও?
উঃ- একটি ডিম্বকে বাযীজে একাধিক ভ্রূণ উৎপন্ন হলে
 তাকে বহুভ্রূনতা বা পলিএম্ব্রায়োনি বলে ৷ উদাহরণ - পাইনাস, সাইকাস প্রভৃতি৷ 

23. ট্রিপল ফিউশন কী?
উঃ- পরাগযোগের পর পরাগনালি গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করে। একটি পুংজনন কোশ (n), ডিম্বাণুকে (n) নিষিক্ত করে জাইগোট (2n) গঠন করার পরে অপর পুংজনন কোশটি (n) নির্ণীত নিউক্লিয়াসকে (2n) নিষিক্ত করে ট্রিপ্লয়েড সস্য (3n)নিউক্লিয়াস গঠন করে। একে ট্রিপল ফিউশন বলে। 

24. পেরিস্পার্মিক বীজ কাকে বলে?[WBCHSE Sample Question 18]

উঃ- নিষেকের পর ভ্রূণপোষকের (Nucellus) যে অবশিষ্ট অংশ পড়ে থাকে যা সস্য ও ভ্রুণ শোষণ করে তাকে পেরিস্পার্ম বলে। পেরিস্পার্মসহ বীজটিকে পেরিস্পার্মিক বীজ বলে। উদাহরণ—গোলমরিচ (Black Pepper)। 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন