CENTRAL DOGMA:-
বিজ্ঞানী ক্রিক DNA এর গঠন সম্পর্কিত তথ্য আবিষ্কারের পর সেন্ট্রাল ডগমার কথা বলেন ৷ তাঁর মতে সেন্ট্রাল ডগমা ছিল -
অর্থাৎ DNA , RNA তৈরীর মাধ্যমে প্রোটিন প্রস্তুত করে ৷ এর বর্নিত সেন্ট্রাল ডগমার সাংকেতিক বার্তায় একমুখী প্রবাহের কথা বলা হয| কিন্তু ১৯৭০-এর দশকে রিভার্স ট্রান্সক্রিপটেজ আবিষ্কৃত হওয়ার পর মূল সেন্ট্রাল ডগমার একটু পরিবর্তন ঘটে।
DNA REPLICATION:-
Molecular Biology তে, DNA প্রতিলিপি হল একটি মূল DNA অণু থেকে DNA এর দুটি অভিন্ন প্রতিরূপ তৈরির জৈবিক প্রক্রিয়া।
**জৈবিক উত্তরাধিকারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অংশ হিসাবে কাজ করে এমন সমস্ত জীবের মধ্যে DNA প্রতিলিপি ঘটে।
∆ Replicon :- DNA অনুর যে একক অংশের নির্দিষ্ট প্রতিলিপি গঠিত হয় , তাকেই replicon বলে।
∆ Origin :- DNA Replication এর যে বিশেষ নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়, তাকে রেপ্লিকেশন এর উৎস বা Origin বলে।
∆ DNA প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় উপাদান :-
DNA প্রতিলিপিকরণের জন্য আবশ্যক উপাদানগুলি হল –
(1) DNA টেমপ্লেট তথা জনিতৃ DNA-র একটি স্ট্র্যান্ড বা তার অংশবিশেষ,
(2) RNA প্রাইমার (RNA primer),
(3) ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইড (dATP, dGTP, dTTP, dCTP),
(4) Mg2+,
(5) সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন (single strand binding proteins বা SSBPs),
(6) সুপার হেলিক্স রিলাক্সিং প্রোটিন (superhelix relaxing protein),
(7) RNA প্রাইমার তৈরির জন্য রূপান্তরিত RNA পলিমারেজ (RNA polymerase),
(8) বিভিন্ন ধরনের উৎসেচক, যেমন—
[i] DNA পলিমারেজ (DNA polymerase),
[ii] হেলিকেজ (helicase),
[iii] টোপোআইসোমারেজ I ও II (topoisomerase I and II),
[iv] DNA লাইগেজ (DNA ligase),
[v] প্রাইমেজ (primase)। প্রোক্যারিওটিক কোশে DNA প্রতিলিপিকরণে পলিমারেজ II ও পলিমারেজ I এবং ইউক্যারিওটিক কোশে পলিমারেজ (আলফা), (ডেল্টা), ∈ (এপসাইলন) বিশেষ কার্যকর।
* Possible Method of DNA Replication:-
বিজ্ঞানী ক্রিক ৩ প্রকার DNA Replication এর কথা বলেছেন: -
1.Conservative
2.Semi-conservative
3. Dispersive
Type Of DNA Replication With Respect to Cell:-