UNIT-II উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান

 অধ্যায়- 4 :উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান 


A. অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীপ্রশ্ন :-  ( প্রতিটি প্রশ্নের মান 1) 

**1. ক্লোরেনকাইমা কাকে বলে ?

2. প্রোসেনকাইমা কী?

★ 3. স্ক্লেরাইড কোশ কী?

4. বাস্টতন্তু কী? [HS-12]

5. উডতন্তু কী? [HS-12]

★★ 6. পাটতন্তু কোন্ প্রকার কলা?

★ 7. উদ্ভিদ কলার কোন উপাদানটি নিউক্লিয়াসবিহীন হয়?

৪. জাইলেম কলার উপাদানগুলির নাম লেখো। [HS-02]

9. ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম লেখো। [HS-02]

★ 10. ফ্লোয়েম কলার কোন্ উপাদানটি মৃত?

11. সঙ্গীকোশ কেবলমাত্র গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায় উক্তিটি ঠিক না ভুল?   [HS-08]

12. সঙ্গীকোশ কোন্ কলার উপাদান?  [HS-01]

13. উদ্ভিদের দুটি সংবহন কলার নাম লেখো। [HS-02]

14. গ্রন্থিরোম দেখা যায় এমন উদ্ভিদের নাম লেখো।

★ 15. ক্যাম্বিয়াম কলা বলতে কী বোঝো? [HS-07]

★ 16. উদ্ভিদের গৌণ বৃদ্ধি কাকে বলে? [HS-12]

17. দ্বিবীজপত্রী উদ্ভিদে গৌগবৃদ্ধি দেখা যায় না। – সত্য না মিথ্যা?    [HS-'11]

★ 18. বর্ষবলয় বলতে কী বোঝো? [HS-14,12,05]

19. সিনোসাইট কী?

20. টাইলোসিস কী?

★ 21. হাইডাথোড কী? [HS-03]

★★ 22. প্রোটোজাইলেম কাকে বলে?

23. সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল কাকে বলে?

  [সংসদ Website প্রশ্ন HS-13]

24. এন্ডার্ক নালিকা বান্ডিল বলতে কী বোঝো? [HS-11]

26. এক্সার্ক নালিকা বান্ডিল কি ?

26. মজ্জার উপস্থিতি হল প্রোটোস্টিলির মূল বৈশিষ্ট্য। বাক্যটি ঠিক না ভুল? |HS-07]

★★ 27. অসম্পূর্ণ ফুলের সংজ্ঞা লেখো। [XI-I7]

28. পুষ্পপুট বা পেরিয়ান্থ কী

29. কলার পুষ্পসংকেত লেখো। [HS-10]

30. গাইন্যানড্রাস স্ট্যামেন কী? [HS-14]

31. ইমাসকুলেশন কি ?

★ 32. অমরাবিন্যাস কী? [HS- O8]

33. জবা ফুলে কী ধরনের অমরাবিন্যাস দেখা যায়?


B. সংক্ষিপ্ত উত্তর ধর্মীপ্রশ্ন :- ( প্রতিটি প্রশ্নের মান 2 )


1. উদ্ভিদের ভাজক কলার বৈশিষ্ট্য লেখো।

2. উদ্ভিদ ভাজক কলার শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলি উল্লেখ

করো। [HS-05]

3. গৌণ ভাজক কলা বলতে কী বোঝো?

★ 4. উদ্ভিদের গৌণ ভাজক কলার দুটি উদাহরণ দাও। [XI-19]

5. অগ্রসস্থ ও পার্শ্বস্থ ভাজক কলা বলতে কী বোঝো? 1+1

6. অগ্রস্থ এবং পার্শ্বস্থ ভাজক কলার মধ্যে পার্থক্য নির্দেশ করো। [HS-09]

7. নিবেশিত ভাজক কলার অবস্থান ও কাজ লেখো।

★ ৪. প্রোটোডার্ম কী? এর কাজ লেখো।

11. একটি স্থায়ী কলা ও একটি ভাজক কলার উদাহরণ দাও ৷

9. প্রোটোডার্ম ও প্রোক্যাম্বিয়ামের পার্থক্য লেখো। [HS-00]

10. ভাজক কলার কাজ লেখো।

12. সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখো ৷

★ 13. কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য লেখো। [XI-18]

14. কোলেনকাইমা কলার প্রকারভেদগুলি লেখো।

★ 15. প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার মধ্যে পার্থক্য লেখো। [HS-06, 01]

16. কোলেনকাইমা ও এরেনকাইমা কলার কার্যগত পার্থক্য লেখো। 

★ 17. স্ক্লেরেনকাইমা কলার চারটি বৈশিষ্ট্য লেখো।

★ 18. স্ক্লেরেনকাইমা ও কোলেনকাইমা কলার মধ্যে পার্থক্য লেখো।

★ 19. প্রস্তর কোশ কী? [HS-14 ] এর অবস্থান লেখো।

★★★ 20. ট্র্যাকিড ও ট্র্যাকিয়ার মধ্যে পার্থক্য লেখো।

                               [XI-'19 HS-'13,'06,'04]

21. জাইলেম নালিকা ও ট্র্যাকিডের মধ্যে পার্থক্য লেখো। 

22. সঙ্গীকোশের দুটি বৈশিষ্ট্য লেখো।

★★23. ট্র্যাকিয়া ও সিভনলের মধ্যে পার্থক্য লেখো। 

 24. সিভনলের গঠন সংক্ষেপে বর্ণনা করো। [HS-14]

★★ 25. ক্যালোজ প্যাড কী এবং কখন দেখা যায়?

★★ 26.জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য লেখো। [HS-05]

★ 27. জাইলেম ও ফ্লোয়েম কলার কাজ লেখো। [HS-02]

28. প্রোটোজাইলেম ও মেটাজাইলেম-এর পার্থক্য লেখো।

★ 29. ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম কাকে বলে? [HS-08]

30. অন্তঃফ্যাসিকুলার এবং আন্তঃফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কী?

31. এপিব্লেমা ও এপিডারমিসের মধ্যে পার্থক্য লেখো।

★ 32. লেন্টিসেল কী? 

33. পত্ররন্ধ্র ও জলরন্দ্র-এর মধ্যে পার্থক্য লেখো।

★ 34. নালিকা বান্ডিল কী?

★ 35. মুক্ত ও বদ্ধ নালিকা বান্ডিলের মধ্যে পার্থক্য লেখো।

36. সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিলের মধ্যে পার্থক্য লেখো। [HS-00]

37. চিত্রসহ প্রোটোস্টিলির সংজ্ঞা লেখো। [HS-13]

38. সাইফোনোস্টিলির চিহ্নিত চিত্র অঙ্কন করো। [HS-14]

39. অ্যাম্ফিফ্লোয়িক সাইফোনোস্টিলি কাকে বলে?

40. প্রোটোস্টিলি ও সাইফোনোস্টিলির পার্থক্য লেখো।

41. টেপাল কী? দলমণ্ডল ও পুংকেশর চক্রের মধ্যবর্তী দীর্ঘায়িত পর্বমধ্যের নাম কী? [HS-08]

42. সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের পার্থক্য লেখো। [HS-01]

★ 43. সমাঙ্গ ও অসমাঙ্গ পুষ্পের মধ্যে দুটি পার্থক্য লেখো।

★ 44. উপযুক্ত চিত্রসহযোগে বহুপ্রতিসম ও একপ্রতিসম ফুলের পার্থক্য নিরূপণ করো। [HS-07]

45. একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুলের পার্থক্য লেখো।  

46. সিনজেনেসিয়াস ও সাইন্যানড্রাস পুংকেশর কী? উদাহরণ দাও। 1+1

★ 47. সাইন্যানড্রাস ও গাইন্যানড্রাস পুংকেশরের মধ্যে দুটি পার্থক্য লেখো।

48. অধিগর্ভ ডিম্বাশয় কী? একটি উদাহরণ দাও।

49. হাইপোগাইনাস ও এপিগাইনাস ফুলের দুটি পার্থক্য লেখো।

★ 50. চিত্রের সাহায্যে ভ্যালভেট ও টুইস্টেড পুষ্পপত্রবিন্যাস দেখাও। [XI-15]

★ 51. একটি জবাফুলের পুষ্পসংকেত লেখো। [HS-14

52. চিত্র ও উদাহরণসহ ইমব্রিকেট পুষ্পপত্রবিন্যাস সম্পর্কে লেখো।

53. প্রদত্ত পুষ্পসংকেত থেকে পুষ্পটির বিবরণ দাও –

54. মুসেসি ও ম্যালভেসি গোত্রের পুষ্পসংকেত লেখো।

(HS-'07) 1+1

★ 55. উদাহরণসহ জলপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো।

(XI-'15)

★ 56. উদাহরণসহ পতঙ্গপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। 


C.সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন :- (প্রতিটি প্রশ্নের মান 3 ) 


1. উৎপত্তি অনুসারে ভাজক কলার প্রকারভেদগুলি লেখো।

★★ 2. প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলা-এর মধ্যে তিনটি পার্থক্য লেখো।

★ 3. অবস্থান অনুসারে ভাজক কলার শ্রেণিবিন্যাস সংক্ষেপে বর্ণনা করো। ( সংসদ নমুনা প্রশ্ন )

★ 4. কার্য অনুসারে ভাজক কলার শ্রেণিবিন্যাস করো।

★★ 5. কোশ বিভাজনের তল অনুসারে ভাজক কলার শ্রেণিবিভাগ করো। [XI-16]

★ 6. ভাজক কলা ও স্থায়ী কলার তিনটি পার্থক্য লেখো। 

★ 7. এরেনকাইমা কী? এর অবস্থান ও কাজ লেখো।

৪. ইডিওব্লাস্ট ও স্ক্লেরেনকাইমা তন্তু কোন্ কোন্ উদ্ভিদে দেখা যায়? এদের কাজ লেখো।

9. উদ্ভিদের যে-কোনো জটিল স্থায়ী কলার চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও। [HS-10]

10. সচিত্র ট্র্যাকিডের বৈশিষ্ট্য উল্লেখ করো।

11. উদ্ভিদের বিশেষ কলা কী? বিভিন্ন ধরনের বিশেষ উদ্ভিদ কলার উদাহরণ দাও। [HS-06]

12. ক্যাম্বিয়ামের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো।

13. দ্বিবীজপত্রী কাণ্ডে কীভাবে গৌণ বৃদ্ধি হয় তা সংক্ষেপে উল্লেখ করো। [HS- 08]

14. উদ্ভিদের ত্বক কলাতন্ত্রের চিহ্নিত চিত্রসহ বিবরণ দাও।

15. ছকের সাহায্যে উদ্ভিদ ত্বককলাতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো।

16. উদ্ভিদদেহে পত্ররন্ধ্রের অবস্থান ও কাজ লেখো।

 17. জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান অনুসারে নালিকা বান্ডিলের প্রকারভেদগুলি আলোচনা করো।

★★ 18. সংযুক্ত, সমপার্শ্বীয় এবং মুক্ত নালিকা বান্ডিল কী ? XI-19  

★★ 19. স্টিলি কী? এর উপাদানগুলি উল্লেখ করো। [HS-11] 

★ 20. স্টিলির প্রকারভেদগুলি চিত্রসহ আলোচনা করো।

21. ফুলের সংজ্ঞা দাও। একটি আদর্শ ফুলের ছবি এঁকে প্রতিটি অংশের কাজ লেখো। [HS-00]

★ 22. ‘পুষ্প হল একটি পরিবর্তিত বিটপ’ – উপযুক্ত ব্যাখ্যাসহ আলোচনা করো।

★ 23. গর্ভপাদ, গর্ভশীর্ষ ও গর্ভকটি পুষ্প কাকে বলে? একটি

করে উদাহরণ দাও।  [HS-10]

24. অ্যানথোফোর, অ্যান্ড্রোফোর ও গাইনোফোর কী?

★ 25. পুষ্পপত্রবিন্যাস কী? [HS-09] এদের বিভিন্ন প্রকার উদাহরণ লেখো।

★26. উদাহরণ সহযোগে পাখিপরাগী ও বায়ুপরাগী ফুলের দুটি করে বৈশিষ্ট্য লেখো।

★ 27. পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে পার্থক্য লেখো। প্রান্তীয় অমরাবিন্যাস কী? XI-14

★★ 28. প্রান্তীয় ও অক্ষীয় অমরাবিন্যাসের পার্থক্য লেখো। XI-17 


**********"""""***************""""""""""*****************""""""""""""""""*****************""""""""

অধ্যায় 5 : প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান



A• অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান 1)


1. আবরণী কলা কাকে বলে? [HS-06]

2. স্তরীভূত আবরণী কলা কাকে বলে?

★ 3. সিলিয়াযুক্ত আবরণী কলা কোথায় দেখা যায়?

4. আমাদের হাতের তালুতে যে ঘর্মগ্রন্থি থাকে তার প্রকার কী? HS-’12

5. বিপাকীয় গতিময় প্রাণীকলা কাকে বলে?

★★ 6. কোন্ কলায় ভিত্তিপর্দা থাকে না?

7. দুটি ভ্রাম্যমান যোগকলার কোশের নাম লেখো।

★ 8. অ্যারিওলার যোগকলার ধাত্রে কোন্ প্রকার কোশ সবচেয়ে বেশি সংখ্যায় থাকে?

9. অ্যারিওলার কলার অবস্থান লেখো। HS-03 

★★ 10. অ্যারিওলার কলা মানবদেহে কী ভূমিকা পালন করে? (XI-19)

★ 11. অ্যাডিপোজ কলার অবস্থান লেখো।

12. দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো।

★★ 13. তরুণাস্থি কলার সংজ্ঞা দাও। [XI-17]

14. হায়ালিন কার্টিলেজ কী? 

★★ 15. কনড্রোব্লাস্ট ও কনড্রোসাইট কোশ কোথায় উপস্থিত?

16. অস্থি কী জাতীয় কলা? [HS-03]

17. অস্টিওব্লাস্ট কী?

★★★ 18. অস্থি ও তরুণাস্থির দুটি পার্থক্য লেখো। [XI-17 HS-01]

★ 19. পেরিঅস্টিয়াম কী?

20. মায়োব্লাস্ট কী?

21. মায়োগ্লোবিন কী?

22. কনড্রিন কী?

★★★ 23. সারকোমিয়ার কাকে বলে? [XI-16 ,HS-11]

24. কলাস্থানিকভাবে কোন ধরনের পেশিতে সিনসাইটিয়াল গঠন দেখা যায়? HS-09

25. পেশিতন্তুর সাইটোপ্লাজমকে কী বলে?

★★ 26. পেশির সংকোচী একক কী?

27. ট্রপোনিন প্রোটিন কোথায় পাওয়া যায়?

28. নিউরোলেমা কী?

* 29. র‍্যানভিয়ারের পর্ব কী? 


C• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন:- (প্রতিটি প্রশ্নের মান 2) 


1. হিস্টোজেনেসিস ও হিস্টোলাইসিস বলতে কী বোঝো?

★★ 2. হলোক্রাইন গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।( XI-'14)

★★ 3. অ্যাপোক্রাইন গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।

(সংসদ নমুনা প্রশ্ন)

★★ 4. মেরোক্রাইন গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। 

5. হলোক্রাইন ও অ্যাপোক্রাইন গ্রন্থির পার্থক্য লেখো।

★★★ 6. যোগকলা ও আবরণী কলার পার্থক্য লেখো। (XI-16,14)

★★ 7. কোলাজেন তন্তুর বৈশিষ্ট্যগুলি লেখো।

8. মেদকলার অবস্থান ও কাজ লেখো। [HS-03] 1+1

★★ 9. অ্যাডিপোজ কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। [XI-'19]

★10. অ্যাডিপোজ কলার কাজ লেখো। 

11. অ্যারিওলার ও অ্যাডিপোজ কলার পার্থক্য লেখো।

12. পীত স্থিতিস্থাপক যোজক কলার বৈশিষ্ট্য লেখো (XI-'18)

★ 13. টেনডন ও লিগামেন্টের পার্থক্য লেখো। [HS-06,00]

★ 14. রক্তকে যোগকলা বলে কেন? [HS-06,02,00]

15. প্লাজমা ও সিরামের পার্থক্য লেখো । 

12. পীত স্থিতিস্থাপক যোজক কলার বৈশিষ্ট্য লেখো (XI-'18)

★ 13. টেনডন ও লিগামেন্টের পার্থক্য লেখো। [HS-06,00]

★ 14. রক্তকে যোগকলা বলে কেন? [HS-06,02,00]

15. প্লাজমা ও সিরামের পার্থক্য লেখো।

16. শ্বেতরক্তকণিকার প্রকারগুলি লেখো। [HS-03]

17. লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার পার্থক্য লেখো। ★ 18. হিমোগ্লোবিন ও হিমোসায়ানিনের পার্থক্য লেখো।

[HS-'05,'00]

★ 19. রক্ত ও লসিকার দুটি পার্থক্য লেখো।

★ 20. কলারস কী? এর কাজ লেখো। HS-14

21. স্থিতিস্থাপক তরুণাস্থির অবস্থান ও কাজ লেখো।

22. প্রদত্ত কোশগুলির অবস্থান লেখো – (i) কনড্রোসাইট, (ii) ফাইব্রোব্লাস্ট।

★★ 23. যে-কোনো দুপ্রকার অস্থিকোশের কাজ লেখো। (XI-19)

★★ 24. পেশিকলার চারটি বৈশিষ্ট্য লেখো। 

25. অরেখ পেশিকে অরেখ বলা হয় কেন? মানবদেহে এই ধরনের পেশির অবস্থান উল্লেখ করো। [HS-10 ]1+1

★ 26. হৃদ্‌পেশির বৈশিষ্ট্য লেখো। |HS-03]

27 হৃদ্‌পেশি ক্লান্ত হয় না কেন? [HS-14,07,01]

28. পার্থক্য লেখো : লোহিত পেশি ও শ্বেত পেশি।

★★ 29. ঐচ্ছিক পেশির ধর্মগুলি লেখো। [HS-00]

★ 30. ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির দুটি পার্থক্য লেখো।

★ 31. মায়োফাইব্রিলের সাংগঠনিক উপাদানে কী কী ব্যান্ড বা লাইন দেখা যায়?

** 32. পেশিকলায় A ব্যান্ড ও । ব্যান্ডে উপস্থিত প্রোটিনের নাম লেখো। [XI-'16]

33. অ্যাড্রিনারজিক ও কোলিনারজিক স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও।

★ 34. নিউরোন ও পেশিকোশের সংযোগস্থলকে কী বলে? পেরিকনড্রিয়াম ও পেরিঅস্টিয়ামের মধ্যে পার্থক্য লেখো।

35. পার্থক্য লেখো : স্নায়ুকলা ও পেশিকলা।

36. সারকোটিউবিউলার তন্ত্রের প্রধান কাজটি লেখো। 


C• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন :- [প্রতিটি প্রশ্নের মান 3] 


** 1. প্রাণীর বিভিন্ন প্রকার আবরণী কলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। [XI-’18]

2. স্কোয়ামাস আবরণী কলার একটি বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ লেখো।

* 3. আবরণী বা এপিথেলীয় কলার কাজ লেখো। [HS-06]

★★ 4. গবলেট কোশ কাকে বলে? এর অবস্থান ও কাজ কী? [XI-’15 HS-06,]

5. উদাহরণসহ অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্রগ্রন্থির সংজ্ঞা দাও।

 6. যোগকলার বৈশিষ্ট্য লেখো।

★ 7. অ্যারিওলার কলার বৈশিষ্ট্যগুলি লেখো। শ্বেততত্ত্ব ও পীততন্তুর পার্থক্য কী কী? [HS-01]

৪. অস্থির বিভিন্ন প্রকার কোশের সংক্ষিপ্ত বিবরণ দাও। [HS-03]

★ 9. প্রধান তিনপ্রকার অস্থি কোশের নাম ও একটি করে কাজ লেখো।

10. চিত্রসহ সরেখ পেশির গঠন বর্ণনা করো। [HS-05]


একটি মন্তব্য পোস্ট করুন