UNIT- 4 PLANT PHYSIOLOGY ( উদ্ভিদ শারীরবিদ্যা) [অধ্যায় 12 &13]]

 অধ্যায় 12 : সালোকসংশ্লেষ 

A• অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান 1]

1. কোয়ান্টোজোম কী?

2. অ্যান্টেনা কমপ্লেক্স কী?

**3. সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থগুলি কী কী? HS-'12,'03

4. সালোকসংশ্লেষের কোন রঞ্জকতন্ত্রে জলের অণুর বিশ্লেষণ ঘটে?

5. লোহিত চ্যুতি কী?

★ 6. PGA ও ADP-এর পুরো নাম লেখো।

* 7. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ATP উৎপাদনকে কী বলে?

★ ৪. অঙ্গার আত্তীকরণ কাকে বলে?

9. RuBisCO কে দ্বৈত উৎসেচক বলা হয় কেন?

10. আলোক শ্বসনকে C, চক্র বলা হয় কেন?

★ 11. একটি উদ্ভিদের উদাহরণ দাও যেখানে C, পথ বা আলোক শ্বসন দেখা যায়। HS-12

★ 12. আলোক শ্বসনে কী কী অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়?

13. অ্যানঅক্সিজেনিক সালোকসংশ্লেষ কী?

14. কেমোসিন্থেটিক ব্যাকটেরিয়া কোথা থেকে শক্তি সঞ্চয় করে?

15. সালোকসংশ্লেষীয় অনুপাত (PQ) বলতে কী বোঝো?


B• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-2]

1. সালোকসংশ্লেষ কখন এবং কোন উদ্ভিদে ঘটে?  HS-12

2. সালোকসংশ্লেষ পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির উৎস কী কী? HS 05

★ 3. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা আলোচনা করো। HS-05

4. সালোকসংশ্লেষকে উপচিতি প্রক্রিয়া বলে কেন? HS-03

5. সালোকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? HS-05

6. জলে দ্রবীভূত ও অ্যালকোহলে দ্রবীভূত একটি করে উদ্ভিদ রঞ্জুকের নাম লেখো। সংসদ নমুনা প্রশ্ন

7. ফাইকোবিলিনকে সহায়ক রঞ্জক পদার্থ বলা হয় কেন?।

8. সালোকসংশ্লেষের জন্য অপরিহার্য একটি জৈব উৎসেচক ও একটি সহ উৎসেচকের নাম লেখো। HS-03

9. PS-II-এর সংজ্ঞা দাও। XI-18

10. জলের ফোটোলাইসিস কাকে বলে?

★★★ 11. হিল বিক্রিয়া বলতে কী বোঝো? XI-17 ,HS-07-06, 04,00

★★ 12. হিল বিকারক কী? একটি উদাহরণ দাও।

★★ 13. আলোক রাসায়নিক বিক্রিয়া কী? HS-12 ,এটি কোথায় সংঘটিত হয়?

★ 14. RuBP ও NADP-এর পুরো নাম লেখো। HS-05,03

15. ফোটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য লেখো।

16. একটি ইউক্যারিওটিক কোশের কোথায় ফোটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়? HS-00

17. ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে?

★★ 18. কেলভিন চক্র কাকে বলে? XI-15

★ 19. RUBISCO-এর সম্পূর্ণ কথাটির অর্থ কী? [HS-14] এর সাবস্ট্রেটগুলির নাম লেখো। HS-09

* 20. চক্রাকার এবং অচক্রাকার ফোটোফসফোরাইলেশন বলতে কী বোঝো? HS-13

21. ফোটোফসফোরাইলেশনে ইলেকট্রন বাহকগুলির নাম লেখো।

★★ 22. আলোক শ্বসনের গুরুত্ব লেখো।

23. আলোক শ্বসন একটি প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি ব্যাখ্যা করো।

24. আলোক শ্বসনকে প্রকৃত শ্বসন বলা যায় না কেন?


C• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3]

1. সালোকসংশ্লেষ এবং শ্বসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্ণনা করো। XI-12

অনুরূপ প্রশ্ন : শ্বসন সালোকসংশ্লেষের বিপরীতধর্মী প্রক্রিয়া ব্যাখ্যা করো। XI-10

2. সবুজ উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষের চারটি প্রধান পার্থক্য লেখো। [HS-14,09]

3. জীবজগৎ কীভাবে সালোকসংশ্লেষ দ্বারা উপকৃত হয়, তা লেখো। HS-03 অথবা, সালোকসংশ্লেষের তাৎপর্য লেখো।

★★★4. PS-1 ও PS-II-এর পার্থক্য লেখো। HS-14,10 ,আলোক রাসায়নিক বিক্রিয়ার তাৎপর্য লেখো। 

★★ 5. Z-নকশা কী? সালোকসংশ্লেষের আলোক দশার 'Z নকশা'-টি শব্দচিত্রের মাধ্যমে প্রদর্শন করো।

6. ক্লোরোপ্লাস্ট দ্বারা কীভাবে সৌরশক্তি আবদ্ধ হয় তা আলোচনা করো। HS-01 

★7. আলোক দশার শেষে কী কী পদার্থ উৎপন্ন হয়? ক্লোরোফিলের সক্রিয়তা কীভাবে ঘটে লেখো।

8. আবর্তাকার ফোটোফসফোরাইলেশনের রেখাচিত্রটি উপস্থাপন করো। [HS-08

★★★9. আবর্তাকার ও অনাবর্তাকার ফোটোফসফোরাইলেশনের পার্থক্য লেখো। অথবা, চক্রাকার ও অচক্রাকার ফসফোরাইলেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো। XI-19

★★ 10, ফোটোফসফোরিভবন কী? [HS-14,08,02] আলোক শ্বসন ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। 

★★ 11. আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

★★ 12, আলোক শ্বসন (Photorespiration) কাকে বলে? XI-19,14) কোথায় ঘটে? HS-11

13. আলোক শ্বসন প্রক্রিয়ায় নির্গত CO²-এর উৎস কী? (HS-09) , আলোকশ্বসনের সঙ্গে সম্পর্কিত কোশ অঙ্গাণুগুলির নাম লেখো। 

★ 14. আলোক শ্বসনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। XI-16

*** 15. C² চক্র বা আলোক শ্বসনের বিক্রিয়াগুলি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। XI- 19 


D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-5]

1. সালোকসংশ্লেষীয় রঞ্জকের শ্রেণিবিভাগ করো, অবস্থান উল্লেখ করো এবং সালোকসংশ্লেষে এর ভূমিকা ব্যাখ্যা করো। HS-10

★★ 2. সালোকসংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি উল্লেখ করো। XI-17,14 HS-12,07,03

3. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশার বর্ণনা দাও।

★★ 4. কেলভিন চক্র কী? শব্দচিত্রে C³ চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপিত করো। HS-13,11,07


********************""""""""********""""""***********************"""""""*********

অধ্যায় 13: উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ  


A• অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান 1]

* 1. মুখ্য বৃদ্ধিকাল কী? HS-09,00

★ 2. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক দুটি যন্ত্রের নাম লেখো।

3. সোলারাইজেশন কী?

4. অক্সিন কী? HS-03

★★ 5. কৃষিবিদ্যায় ব্যবহৃত দুটি সংশ্লেষিত অক্সিনের নাম লেখো।  HS-'03

6. অ্যান্টিঅক্সিন কী?

★ 7. পার্থেনোকাপি কী?

★★ 8. সাইটোকাইনিনের যে-কোনো একটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো। XI-18,07

★★★ 9. সুপ্তাবস্থা প্রণোদনকারী একটি হরমোনের নাম লেখো। XI-'17 

★ 10. কোন্ উদ্ভিদ হরমোনকে ‘পীড়ন হরমোন' (stress hormone) বলে?

★★ 11. ইথিলিনের একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো। XI-18|

★ 12. ফল পাকার সময় যে হরমোনটি উৎপন্ন হয় তার নাম

লেখো। XI-17

★ 13. উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনে সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো।

★ 14. বীজের অঙ্কুরোদ্‌গম বলতে কী বোঝো?

15. মৃগত অঙ্কুরোদ্গমের একটি উদাহরণ দাও।

16. স্ক্যারিফিকেশন কী?

17. স্ট্র্যাটিফিকেশন কী?

18. কুইসেন্ট বীজ কী?

★ 19. বীজের সুপ্তাবস্থা কাকে বলে?

20. উদ্ভিদে আলোক পর্যায় অবলোকন করে এমন একটি রঞ্জকের নাম লেখো। HS-09

21. দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ (critical day length) কী?

22. ক্যারোটিনয়েডস কী?

23. ক্লাইম্যাকটেরিক ফল কী? 


B• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-2]

1. বৃদ্ধির সংজ্ঞা দাও। বৃদ্ধির দশাগুলি কী কী? HS-11,09,06

★ 2. বৃদ্ধি ও পরিস্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

3. উদ্ভিদের বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো।

4. ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো।

5. কৃষিকাজে অক্সিন হরমোনের দুটি ব্যাবহারিক প্রয়োগ লেখো। HS-03

6. অগ্রসস্থ প্রকটতা (apical dominance) কাকে বলে? অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। HS-00

7. জিব্বেরেলিনের দুটি শারীরবৃত্তীয় কাজ উল্লেখ করো। XI-20,19,17

8. চারাগাছের বৃদ্ধিতে জিব্বেরেলিক অ্যাসিডের ভূমিকা লেখো। HS-13,11,07

9. বীজের অঙ্কুরোদগমে জিব্বেরেলিনের ভূমিকা লেখো। 

★★★ 10. জিব্বেরেলিনের একটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো। 

★★ 11. উদ্ভিদদেহে সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় কাজগুলি সংক্ষেপে বর্ণনা করো। X1-18

12. রিচমন্ড ল্যাং প্রতিক্রিয়া বলতে কী বোঝো?

★★ 13. অ্যাবসাইসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো। XI-18

14. অ্যাবসিসিক অ্যাসিডকে বাষ্পমোচন প্রতিরোধী হরমোন কেন বলা হয়?

★ 15. দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও।

★16. দুটি সংশ্লেষিত হরমোনের নাম লেখো।

17. এয়ী প্রভাব (Triple response) কী?

★★ 18. বীজের সুপ্তদশার প্রভাবকগুলি উল্লেখ করো। XI-18 

19. জরায়ুজ অঙ্কুরোদগম কী? একটি উদাহরণ দাও।

20. ফোটোব্লাস্টিক ও স্কোটোব্লাস্টিক বীজ বলতে কী বোঝো?

*** 21. আলোক পর্যায়বৃত্তি কাকে বলে? XI-19,'15 HS-'13,'07 

22. হ্রস্ব-দিবা উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।

★ 23. হ্রস্ব দিবা (SDP) ও দীর্ঘ দিবা (LDP) উদ্ভিদের পার্থক্য লেখো।


C• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3]

1. অক্সিন হরমোনের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো। XI-17

★★2. গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। এর দুটি কাজ লেখো। সংসদ নমুনা প্রশ্ন XI-15

3. বীজের অঙ্কুরোদগমের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি বর্ণনা করো। 

4. বীজের অঙ্কুরোদগমের শর্তাবলি আলোচনা করো। 

5. বীজের সুপ্তাবস্থা ভঙ্গের তিনটি পদ্ধতি সম্পর্কে লেখো।

6. বীজের সুপ্ত দশার কারণগুলি উল্লেখ করো। সুপ্তদশার প্রয়োজনীয়তা কী?

7. বীজের অঙ্কুরোদগমে ফাইটোক্রোমের ভূমিকা সংক্ষেপে লেখো।

★ 8. উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তি (Photo Periodism) পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দিবা নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ দাও। XI-'17 

9. আলোক পর্যায়বৃত্তিতে ফাইটোক্রোমের ভূমিকা লেখো। এপিজিয়াল ও হাইপোজিয়াল অঙ্কুরোদ্গমের মধ্যে একটি পার্থক্য লেখো।


D•  দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-5]

1. পরিস্ফুরণ (Development) কাকে বলে? উদ্ভিদকোশে পরিস্ফুরণ পদ্ধতির অণুক্রম ছকের সাহায্যে বর্ণনা করো।

★★★ 2. উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন, জিব্বেরেলিন, ABA ও ইথিলিনের একটি করে ভূমিকা লেখো। XI-14

★★ 3. কৃষিকার্যে ও উদ্যান বিদ্যায় উদ্ভিদ হরমোন-এর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। XI-12,08 HS-05

★★ 4. বীজের অঙ্কুরোদ্গমের বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তগুলি লেখো।

★★★5. উদাহরণসহ হ্রস্ব দিবা উদ্ভিদ, দীর্ঘ দিবা উদ্ভিদ ও দিবা নিরপেক্ষ উদ্ভিদের সংজ্ঞা দাও। HS-14,10 ফোটোপিরিয়ডিজম-এর গুরুত্ব লেখো। HS-09 অথবা, আলোক পর্যায়কাল অনুসারে উদ্ভিদের শ্রেণিবিভাগ করো। HS-07




একটি মন্তব্য পোস্ট করুন