UNIT: 5 মানব শারীরবিদ্যা [অধ্যায়:- 14,15,16,17]

 অধ্যায় : 14 পরিপাক ও শোষণ 


A• অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

★★ 1. মানুষের দন্তসংকেতটি লেখো।

2. থেকোডন্ট কী?

3. হেটারোডন্ট কী?

4. জিহ্বার অগ্রভাগে ও পশ্চাদ্ভাগে কোন্ কোন্ স্বাদ অনুভূত হয়?

5. নাসাগলবিল এবং অন্তঃকর্ণের মধ্যে সংযোগরক্ষাকারী নালির নাম কী?

6. পরিপাকনালির কোন্ অংশ থেকে HCI ক্ষরিত হয়? XI-'16 HS-'09

★ 7. পৌষ্টিকতন্ত্রের কোন অংশে কয়েকটি ভিটামিন সংশ্লেষ হয়? XI-'17

★ ৪. পৌষ্টিকতন্ত্রের সেই অংশের নাম লেখো যে অংশে কোলিসিসটোকাইনিন—প্যাংক্রিয়োজাইমিন (cck-Pz) ক্ষরিত হয়। XI-’17

9. ক্ষুদ্রান্ত্রের অংশগুলির নাম লেখো।

★ 10. ‘অ্যাম্পুলা অফ্ ভার্টার’-এর অবস্থান লেখো। সংসদ নমুনা প্রশ্ন

★ 11. ক্যাসল ইনট্রিনসিক ফ্যাক্টর কোথা থেকে ক্ষরিত হয়?

12. বিপাক কী? [HS-05

13. টায়ালিন কী? [HS-01 

★ 14. পিত্তরস কী ? HS-04

★★ 15. কুফার কোশ কী? এর কাজ লেখো।

16. পেপটিক কোশ কোন্ পদার্থ ক্ষরণ করে?

17. বোলাস কী?

★ 18. রাসায়নিক পাচন কী? XI-’15

19. দুটি প্রোটিওলাইটিক এনজাইমের নাম লেখো।

★★ 20. প্রোটিন বিপাকের সঙ্গে সম্পর্কিত যকৃতের দুটি কাজ উল্লেখ করো। XI-17

★ 21. ভিলিকাইনিনের কাজ কী?

22. কোলেসিসটোকাইনিন হরমোনের প্রধান কাজ কী?

★ 23. পরিপাকে পিত্তলবণের ভূমিকা লেখো।

24. মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়?

★ 25. মানবদেহে খাদ্যবস্তুর বিশোষণ স্থান কোনটি?

★ 26. কোন্ খনিজ মৌল কার্বোহাইড্রেট শোষণে সাহায্য করে?

★ 27. গ্লুকোনিওজেনেসিসে ব্যবহৃত হয় এরূপ দুটি অকার্বোহাইড্রেটের নাম লেখো। [HS-13,10

★ 28. কিটোসিস কী? XI-18

★ 29. উদরাময়ের লক্ষণগুলি কী কী? XI-19

30. ORS কী?


B• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

1. মানুষের দাঁতকে ‘ডাইফিওডন্ট’ বলা হয় কেন?

★ 2. মানুষের লালারস ক্ষরণকারী গ্রন্থিগুলির নাম ও অবস্থান লেখো। HS-03

★ 3. পরিপাকে লালারসের ভূমিকা লেখো। [HS-06,03

4. ক্রিপটস্ অব লিবারকুন কী? এর থেকে ক্ষরিত হরমোনের নাম লেখো।

5. ওয়ালডেয়ার-এর রিং কী? এর কাজ লেখো।

6. পাকস্থলীর প্রধান দুটি কোশের নাম ও কাজ লেখো। 

★ 7. পাকস্থলীতে টিন ও ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম লেখো।

৪. পাচক রসের উপাদানগুলি লেখো। |HS-02 

★ 9. পেপসিনোজেন কীভাবে সক্রিয় অবস্থায় পরিণত হয়?

* 10. যকৃতের যে-কোনো চারটি কাজ উল্লেখ করো।XI-'18,'12

11. প্রোটিন পরিপাকে পাচক রসের ভূমিকা বর্ণনা করো।HS-'00

★★★ 12. পরিপাকে গ্যাসট্রিন ও সিক্রেটিনের ভূমিকা লেখো। XI-'16, '14

★ 13. পরিপাকে অগ্ন্যাশয় রসের ভূমিকা লেখো। HS-05

14. ব্রুনারের গ্রন্থির অবস্থান ও কাজ লেখো। HS-14। 

★ 15. ফ্যাট পরিপাকে পিত্তরসের ভূমিকা কী? [HS-06, 01

 ★★ 16: পেরিস্টলসিস বা ক্রমসংকোচন কাকে বলে? এর কারণ কী ? XI-15  সংসদ নমুনা প্রশ্ন 

★ 17. সাক্কাস এন্টেরিকাস কী? এর গুরুত্ব লেখ। 

★ 18. ভিলাই কী? এগুলির কাজ লেখো

19. মানুষের পৌষ্টিকনালির প্রোটিন পরিপাককরী উৎসেচকগুলির নাম লেখো। 

★ 20. কাইম ও কাইল কি ? XI-16

★ 21. কাইলোমাইক্রন ও মাইসেলি কী? XI-15 HS-13

★ 22. ল্যাকটিয়াল কী? কোথায় পাওয়া যায়? HS-03 

★★ 23. ক্ষুদ্রান্ত্রে ফ্যাট জাতীয় খাদ্য কীভাবে শোষিত হয় XI-'19 HS-'08, '07, '05,02

★ 24, প্রোটিনের জৈবিক মূল্য’ও ‘পুষ্টিমূল্য’বলতে কী বোঝো। HS-'14,'07,06 

25. শ্বেতসার দানা ও জাইমোজেন দানার পার্থক্য লেখো HS-02,00

★26. গ্লাইকোজেনেসিস ও গ্লুকোনিওজেনেসিস -এর মধ্যে দুটি পার্থক্য লেখো। 

27. ডিঅ্যামিনেশনের সংজ্ঞা দাও। HS-13 


C•  সংক্ষিপ্ত উত্তৱধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান 3 ]

★ 1. ক্ষুদ্রান্ত্রে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক উল্লেখ করো।

★ 2. অগ্ন্যাশয় রসে উপস্থিত উৎসেচকগুলির নাম করো এবং তাদের কাজ লেখো। HS- 09, 01

★★ 3. আন্ত্রিক রস (Succus entericus) দ্বারা বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক পদ্ধতি সারণি আকারে দেখাও। সংসদ নমুনা প্রশ্ন

★ 4. ফ্যাট পরিপাকে অগ্ন্যাশয় নিঃসৃত লাইপেজের ভূমিকা উল্লেখ করো। [HS-13]

* 5. মানুষের অগ্ন্যাশয় রসের স্বাভাবিক উপাদানগুলি লেখো। [HS-05],  পাকস্থলির কাজ লেখো। 

★ 6. পিত্তরসের দুটি কাজ লেখো। [HS-08,04] , VIP ও GIP-এর সম্পূর্ণ নাম লেখো।

7. মানবদেহের মধ্যে সম্পন্ন হওয়া নিম্নলিখিত প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো : (a) পৌষ্টিক নালিতে দুধের তঞ্জন, (b) অন্ত্রের মধ্যে স্নেহদ্রব্যের পরিপাক, (c) খাদ্যনালির মধ্যে শ্বেতসারের পরিপাক।

* ৪. পরিপাকে কাইমোট্রিপসিনের ভূমিকা লেখো। এই ধরনের আরও দুটি পরিপাককারী উৎসেচকের নাম লেখো। 

9. প্রোটিনের আত্তীকরণ পদ্ধতি আলোচনা করো।

★★ 10. কার্বোহাইড্রেটের শোষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।

11. ফ্যাটি অ্যাসিডের B-জারণ বলতে কী বোঝো? এই প্রক্রিয়ার বিক্রিয়াপথটি সংক্ষেপে বর্ণনা করো। HS-11

12. পাণ্ডুরোগ (Jaundice) কী ? এর কারণ ও প্রতিকারের উপায় লেখো।

13. উদরাময় (Diarrhoea) কী ? এর দুটি কারণ উল্লেখ করো।


D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান-5] 

* 1. লালারস ও পিত্তরসের উপাদানগুলি ছকের সাহায্যে লেখো। HS- 06, 04, 01

** 2. মানুষের পরিপাকতন্ত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনপদ্ধতি লেখো। XI-15 [HS-09,04]   2½+2½ 

★★ 3. মানব পৌষ্টিকতন্ত্রে প্রোটিনের সম্পূর্ণ পরিপাক পদ্ধতি বর্ণনা করো। [HS-14 ,05 ,03,02] জাইমোজেন কাকে বলে? XI-18

************"""""""""""""************"""""""""""""""**********""""""""""""""""""""""*******************

অধ্যায় : 15 নিঃশ্বাস-প্রশ্বাস এবং শ্বসন 


A• অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-1]

1. শ্বাসনালি পথের বায়ুপরিবহণকারী, যে-কোনো একটি অংশের নাম লেখো। HS-13

2. অ্যাডমস্ অ্যাপেল কী?

3. ল্যারিংক্স-এর দুটি তরুণাস্থির নাম লেখো।

4. কার্ডিয়াক নচ্ কোন্ ফুসফুসে থাকে?

★ 5. অ্যালভিওলাই কী?

6. মানবদেহে দুটি ফুসফুসে মোট অ্যালভিওলাই-এর সংখ্যা কত?

★★ 7. শ্বাসক্রিয়ায় সাহায্যকারী প্রধান দুটি পেশির নাম লেখো। HS-'13,'09,'07

8. মধ্যচ্ছদা কী? [HS-02

9. মানবদেহে কত জোড়া ইন্টারকস্টাল পেশি আছে?

★ 10. কোন যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ুর পরিমাণ নির্ণয় করা যায়? XI-16

★11. COPD কী?

★★ 12. পর্বত পীড়া (Mountain Sickness) কী ? XI-15 HS-14, '08

13. অ্যাপনিয়া কী?

14. ডিসপনিয়া কী?

★ 15. হাইপক্সিয়া কী? 


B• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-2]

1. প্লুরা কোথায় থাকে? এর কাজ কী?

2. ব্রংকাস ও ব্রংকিওল-এর মধ্যে পার্থক্য লেখো।

3. অ্যালভিওলাই-এর অবস্থান ও কাজ লেখো।

★★ 4. নিঃশ্বাস ক্রিয়ার সময় নিম্নলিখিত পেশিগুলির ভূমিকা লেখো – (i) ডায়াফ্রাম, (ii) অন্তঃস্থ ইন্টারকস্টাল পেশি। XI-19 

5. নিশ্বাস ও প্রশ্বাস বায়ুতে O, এবং CO2-এর শতকরা পরিমাণ লেখো। 

6. নিঃশ্বাস বায়ুতে বায়ুস্থলীর বায়ুর চেয়ে CO2 এর পরিমাণ কম হয় কেন?

★★ 7. বায়ুথলির বায়ুর উপাদানগুলি লেখো। XI-15]

৪. ফুসফুসে বিশুদ্ধ বা O² যুক্ত বায়ুর চলন রেখাচিত্রের মাধ্যমে দেখাও।

★ 9. প্রবাহী বায়ুর পরিমাণ কাকে বলে? XI-14 এর স্বাভাবিক মান কত? HS-05,01

★ 10. ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা বলতে কী বোঝো? [HS 05

★ 11. নিষ্ক্রিয় বায়ু বলতে কী বোঝো? এর মান কত? HS-'06,'00

★ 12. শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় বায়ু ধারণ স্থানের গুরুত্ব উল্লেখ করো। HS-14, 08

★ 13. অবশিষ্ট বায়ু পরিমাণ (Residual Volume) কাকে বলে? |HS-05,01

14. ফুসফুসের বায়ুসঞ্চালন বলতে কী বোঝো? [HS-01

★ 15. অ্যাসফিক্সিয়ার সংজ্ঞা দাও। XI-15

★ 16. পর্বতপীড়ার দুটি উপসর্গ লেখো। HS-12,09

* 17. হাইপক্সিয়ার দুটি কারণ উল্লেখ করো। HS-08

★★ 18. ফুসফুসের ক্যানসারের কারণগুলি লেখো। এই রোগ প্রতিকারের উপায়গুলি লেখো।  


D• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3]

1. মানব ফুসফুসের গঠন বর্ণনা করো। 

2. শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য লেখো।

3. বায়ুশূন্য অবস্থায় মানুষের শ্বাসনালি চুপসে যায় না কেন?

 4. শ্বাসক্রিয়ায় শ্বাসপেশির ভূমিকা লেখো।

★★★5. বায়ুধারকত্ব কী? [XI-15] ,বায়ুধারকত্বের পরিমাণ লেখো। [HS 12,09,05, 04,01]

★★ 6. শারীরবৃত্তীয় ও শারীরস্থানিক নিষ্ক্রিয় স্থান কাকে বলে? এর তাৎপর্য লেখো। [HS-10]

★★ 7. প্রশ্বাস ও নিঃশ্বাসে ‘অতিরিক্ত বায়ুর পরিমাণ' বলতে কী বোঝো? মানুষের ক্ষেত্রে এদের পরিমাণ কত? [HS-00]

৪. শ্বাসহার কী? এর তাৎপর্য উল্লেখ করো। [HS 10,06]

9. আবহসহিষ্ণুতা কাকে বলে? [HS-14] ,আবহসহিষ্কৃতার দুটি তাৎক্ষণিক পরিবর্তন উল্লেখ করো।


D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-5]

★★ 1. একটি চিত্রের সাহায্যে শ্বাসক্রিয়া পদ্ধতি বর্ণনা করো। XI-14

★★ 2. হাঁপানি রোগের কারণ, [HS 11, 07] লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে লেখো। ভাইটাল ক্যাপাসিটি ও টোটাল লাং ক্যাপাসিটি-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

****"""""""*****************"""""""""""""************"""""""""""""""""*****************************

অধ্যায় 16 : দেহতরল ও সংবহন 


A• অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন[প্রতিটি প্রশ্নের মান-1]

1. রক্তের প্লাজমায় কোন প্রোটিনটি সর্বাধিক পরিমাণে থাকে? 

2. লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়।

* 3. লোহিত রক্তকণিকার কোন উৎসেচক নিম্নলিখিত বিক্রিয়াটি ঘটায়?

CO² + H²O → H²CO³  Website প্রশ্ন

★ 4. আগ্রানুলোসাইট বলতে কী বোঝো? XI-18

** 5. একটি ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকার নাম লেখো।XI-19

★★ 6. কোন রক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদন করে? 

**7. রক্ততনে সাহায্যকারী কোন উপাদানটি অনুচক্রিকা থেকে নির্গত হয়? 

★★8. রক্ততনে সাহায্যকারী দুটি প্রোটিনের নাম লেখো। 

* 9. রক্ততঞ্জনে অংশগ্রহণকারী একটি ভিটামিনের নাম লেখো। 

★10. রস্তুত পদ্ধতিতে ফ্যাক্টর-IV-এর নাম লেখো। [HS-13

11. হিমোস্ট্যাটিক প্লাগ কী? 

12. অ্যান্টিকোয়াগুলেন্ট কী?

★★ 13. কোন পদার্থের উপস্থিতিতে রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না?

14. ABO তন্ত্র বলতে কী বোঝো?

★ 15. 'সর্বজনীন দাতা' বলা হয় কোন শ্রেণির রক্তকে? [HS-01]

★★ 16. Rh factor কী? [XI-18]

17. কলারস কী? 

18. হৃদ স্পন্দন কী?

★ 19. বিভ্রামরত অবস্থায় পূর্ণবয়স্ক ব্যক্তির হূৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়? HS-00 

অথবা, হৃৎস্পন্দনের স্বাভাবিক হার কত? 

★★ 20. একটি হৃদচক্রের সময়কাল কত? XI-16 HS-13,03 অথবা, হূৎপিণ্ডের স্পন্দনহার 72/ মিনিট হলে, হৃদচক্রের সময়কাল কত হবে?  সংসদ নমুনা প্রশ্ন

21. রক্তচাপ কী? HS-01

22. বেসাল রক্তচাপ কী?

★ 23. কোন ধমনি থেকে রক্তচাপ নির্ণয় করা হয়? HS-03

** 24. অধিক রক্তচাপ (Hypertension) বলতে কী বোঝো? XI-17

★ 25. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? HS-03

*26. ট্রাকিকার্ডিয়া ও ব্রাডিকার্ডিয়া কাকে বলে?

27. ব্রাডিকাইনিনের কাজ উল্লেখ করো। [HS-14

★★ 28. ECG-এর সম্পূর্ণ নাম কী?

★ 29. ECG-তে QRS কমপ্লেক্সের তাৎপর্য কী? [19]

30. অ্যারিদমিয়া কী?

31. EDTA-এর পুরো নাম লেখো। 

* 32. হিমাচুরিয়া কী?

★ 33. হার্ট ব্লক কী?

34. মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে কী বোঝো?


B•  সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান-2]

1. লোহিত রক্তকণিকার আকৃতি দ্বিঅবতল হয় কেন? 

2. লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন হওয়ার সুবিধা কী?

3. লোহিত রক্তকণিকার পরিণতি কোথায় কীভাবে ঘটে?

★ 4. লোহিত রক্তকণিকার দুটি কার্য উল্লেখ করো। HS-12

★ 5. শ্বেত রক্তকণিকার দুটি কাজ উল্লেখ করো। HS-11

6. অণুচক্রিকার কাজ লেখো।

★ 7. ফাইব্রিনোজেন থেকে কীভাবে ফাইব্রিন পলিমার তৈরি হয় তা লেখো। HS-14, 11

★★ 8. ব্লাড ব্যাংকে তঞ্চনবিরোধী পদার্থ হিসেবে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় কেন? [HS-08

9. রক্ত সঞ্চারণের গুরুত্ব লেখো। HS-10 

10. ‘সর্বজনীন গ্রহীতা’ বলা হয় কোন শ্রেণির রক্তকে এবং কেন?

11. RH- উপাদানের তাৎপর্য লেখো।

12. রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? 

★ 13. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী?

14. রক্তজালক থেকে কলারস উৎপাদন কীভাবে হয়?

* 15. কলারসের দুটি কাজ লেখো। HS-08

        XI-'17 HS-'10,'07,'05,'01

16. সিরাম ও প্লাজমার মধ্যে পার্থক্য লেখো। HS-12,07

★ 17. হৃচক্রের সংজ্ঞা দাও। XI-14 HS-13,06,02

★★★ 18. প্রথম ও দ্বিতীয় হৃধ্বনির কারণ লেখো। HS- 12,06,04,00 

★★ 19. হার্দ-উৎপাদ(Cardiacoutput) কী? এর প্রকারভেদগুলি লেখো।

★ 20. হার্দ-উৎপাদ নিয়ন্ত্রণকারী চারটি কারণ উল্লেখ করো। 

★ 21. হৃদ সূচক কী? এর মান কত ?

★ 22. হার্দ-উৎপাদ ও প্রান্তীয় বাধার সঙ্গে রক্তচাপের সম্পর্ক কী? [HS-'12, '10 

★ 23. মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপের স্বাভাবিক পরিমাণ উল্লেখ করো। [HS-09 

24. সংকোচী চাপ ও প্রসারী চাপের মধ্যে পার্থক্য লেখো। HS-06

★ 25. ধর্মনির রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি লেখো। HS-05,02,01

26. হার্ট ফেলিওর কী? এর কারণ লেখো।

27. ধূমপান কীভাবে হৃদ্‌সংবহনতন্ত্র সংক্রান্ত রোগগুলিকে(cardiovascular diseases) প্রণোদিত করে?HS-09

28. আর্টারিওস্ক্লেরোসিস কী


C• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3]

★ 1. রক্তের উপাদান ও কাজগুলি লেখো। HS-01

2. প্লাজমা কী? এর কাজ লেখো। 

3. গ্র্যানুলোসাইট শ্বেতরক্তকণিকার বৈশিষ্ট্য ও কাজ লেখো।

4. রক্তের ABO শ্রেণিবিভাগ ছকের সাহায্যে দেখাও।

★ 5. ঘাত পরিমাণ ও মিনিট পরিমাণ কাকে বলে? এদের মানগুলি লেখো।

★ 6. সংকোচী রক্তচাপ, প্রসারিত রক্তচাপ ও স্পন্দন রক্তচাপ-এর সংজ্ঞা দাও।

7. রক্তচাপ কাকে বলে? রক্ত চাপ কয় প্রকার ও কী কী? HS-05,01 

8. হার্দ-উৎপাদ নিয়ন্ত্রণকারী শর্তগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

★ 9. সায়ানোসিস বা ব্লুবেবি সিনড্রোম কী? এর কারণ লেখো। HS-13,08 

অনুরূপ প্রশ্ন : সায়ানোসিস নীল শিশু রোগটির সঙ্গে কীভাবে সম্পর্কিত? [HS-10

D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-5]

*** 1. ফিকের মূলনীতি কী? [XI-16] ফিকের মূলনীতির সাহায্যে হার্দ-উৎপাদ নির্ণয় করো। HS-14,11,07

★ 2. ECG কী? [XI-18] ,এর প্রধান তরঙ্গগুলির নাম ও সংক্ষিপ্ত বিবরণ দাও। 

**********************""""*""**""***************""""""""""""""*********"***"""""""""*******""""""*****


অধ্যায় 17: রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন


A. অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান-1]

1. রেচন কী? HS-201

2. রেচন পদার্থ কাকে বলে?

3. পাখি ও মাছের প্রধান রেচন পদার্থের নাম লেখো।HS-'06

★ 4. ইউরিওটেলিজম কী? সংসদ Website প্রশ্ন

5. মানব বৃক্কের প্রকৃতি কী?

★ 6. বৃক্কের অবতল খাঁজটিকে কী বলে?

7. 'Columns of Bertini' কী?

৪. ট্রাইগোন কী?

9. বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কী? [HS-00

10. নেফ্রন কোথায় অবস্থিত? HS-200

★ 11. মানুষের দেহে নেফ্রনের আনুমানিক সংখ্যা কত? [HS-00

12. মানবদেহে কী কী প্রকার নেফ্রন দেখা যায়?

13. বেলিনির নালি কী?

★★ 14. প্রতি মিনিটে বৃক্কে কী পরিমাণ রক্ত পরিসুত হয়?

★ 15. হোমিওস্ট্যাসিস কী? 

16. বৃক্কে উৎপন্ন একটি পদার্থের নাম লেখো যা লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্য করে।

★★ 17. বৃক্কীয় নালিকায় ক্ষরিত একটি অজৈব ও একটি জৈব উপাদানের নাম লেখো।

★ 18. বৃক্কীয় নালিতে নতুন কী পদার্থ উৎপন্ন হয়?

★★ 19. ফ্যাকালটেটিভ পুনঃশোষণ কাকে বলে?

20. মূত্র কী? [HS-04,01

21. কোন্ মাছের ফুলকায় ক্লোরাইড নিঃসরণকারী কোশ বর্তমান? XI-’08 


22. মানুষের কোন্ অঙ্গ অসমোরেগুলেশনে সাহায্য করে?

23. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রত্যহ কত গ্রাম ইউরিয়া রেচিত করে?

★ 24. মূত্রে প্রোটিনের উপস্থিতি কোন্ রোগকে নির্দেশ করে? HS-09

25. নেফ্রাইটিস কী?

★ 26. কিটোসিস বলতে কী বোঝো? XI-18

★★ 27. মানবদেহের দুটি সহায়ক রেচনাঙ্গের নাম লেখো। 


B• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-2]

1. অ্যামোনোটেলিক প্রাণী কাদের বলে? উদাহরণ দাও।

2. ইউরিওটেলিজম ও ইউরিকোটেলিজম-এর মধ্যে একটি পার্থক্য লেখো এবং প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।

★ 3. পোডোসাইট কোশ-এর অবস্থান ও কাজ লেখো।

★★ 4. ডেটুসর ও স্ফিংটার পেশির অবস্থান ও কাজ লেখো। 

★★ 5. অবস্থান অনুসারে নেফ্রনের শ্রেণিবিভাগ করো।

★★ 6. জাক্সটামেডুলারি ও কর্টিক্যাল নেফ্রনের মধ্যে পার্থক্য লেখো।

★★ 7. গ্লোমেরুলাসের কাজ লেখো। XI-14 HS-12

★★ 8. গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র (JGA) কী? এর কাজ লেখো।

★★ 9. নেফ্রনে রক্ত সরবরাহকারী অন্তর্মুখী ধমনিকার থেকে বহির্মুখী ধর্মনিকার ব্যাস ছোটো হয় কেন? XI-17 HS-08

10. হেনলির লুপের গঠন বর্ণনা করো।

11. গ্লোমেরুলারহীন বৃক্ক বলতে কী বোঝো? এটি কোন্ প্রাণীতে পাওয়া যায়? X1-09

12. নেফ্রনের পরিস্রাবণ ঝিল্লির স্তরগুলির নাম লেখো।

★★ 13. পরা-পরিস্রাবণ প্রক্রিয়া বলতে কী বোঝো?

14. ভাসা রেকটা কী?

15. উদাহরণসহ বৃক্কীয় নালিকার দুটি মৌলিক কাজ লেখো । HS-13, 11

★ 16. বৃক্কীয় নালিকার কোন অংশে বস্তুর পুনঃশোষণ সবথেকে বেশি হয়? ম্যাকুলা ডেনসা কী?

★★★17. বুকে জলের পুনঃশোষণ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। XI-17

★★ 18. মূত্রের স্বাভাবিক উপাদানের নাম লেখো। XI-45 [HS 04, 01

★★ 19. অসমোরেগুলেশন বা অভিস্রবণ নিয়ন্ত্রণ কাকে বলে?

20. “গ্রীষ্মকালে রেচিত মুত্র হাইপারটনিক ও শীতকালে রেচিত মূত্র হাইপোটনিক।” - ব্যাখ্যা করো।

21. মূত্র বিবর্ধক কী? উদাহরণ দাও।

★★ 22. গ্লুকোসুরিয়া ও কিটোনুরিয়া বলতে কী বোঝো? [HS-01 

★ 23. ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন? HS-12,04

★ 24. ফুসফুসকে একটি রেচন অঙ্গ বলে মনে করা হয় কেন? HS-06,04

★ 25. যকৃৎ এবং লালাগ্রন্থি থেকে নিঃসৃত রেচন পদার্থের নাম লেখো। [HS-08

★ 26. যকৃৎকে রেচন অঙ্গ বলা হয় কেন?

27. বৃহদন্ত্রকে কেন রেচন অঙ্গ হিসেবে গণ্য করা হয়? HS-11

28. রেনাল ফেলিওর কখন দেখা যায়? এর লক্ষণগুলি লেখো।


C• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3]

1. চিত্রসহ নেফ্রনের গঠন বর্ণনা করো। [HS 00

★ 2. নেফ্রনের বিভিন্ন অংশের কার্যাবলি বর্ণনা করো। [HS-03,00

★★ 3. মূত্র তৈরির ধাপগুলির নাম লেখো। XI-19

**4. মূত্রের পরিবহণ পথ ছকের সাহায্যে দেখাও। সংসদ নমুনা প্রশ্ন

★ 5. কার্যকরী পরিস্রাবণ চাপ বলতে কী বোঝো? এর কাজ লেখো।

6. পরা-পরিস্রাবণ প্রক্রিয়া কীভাবে ঘটে আলোচনা করো।

7. উদাহরণসহ অসমোকনফরমার, ইউরিহ্যালাইন ও স্টেনোহ্যালাইন-এর সংজ্ঞা দাও। XI-07

৪. একটি মিষ্টি জলের প্রাণীর অসমোরেগুলেশন পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো।

9. একটি লবণাক্ত জলের প্রাণীর অসমোরেগুলেশন পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। 

অনুরূপ প্রশ্ন : সামুদ্রিক তরুণাস্থি ও অস্থিবিশিষ্ট মাছের অভিস্রবণ নিয়ন্ত্রণ-এর জন্য উপস্থিত অভিযোজনগুলি বর্ণনা করো। XI-12

★ 10. একটি করে উদাহরণ উল্লেখ করে অসমোকনফরমার ও অসমোরেগুলেটর প্রাণীদের পার্থক্য লেখো। XI-10,08

11. বৃক্ক ছাড়া মানবদেহের আনুষঙ্গিক রেচনাঙ্গগুলির ভূমিকা কী?


D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-5]

1. বৃক্কের গঠন চিহ্নিত চিত্র সহযোগে আলোচনা করো। [HS-05

2. বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে বিভিন্ন শর্তের ভূমিকা লেখো।

** 3. বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে রেনিন, অ্যানজিওটেনসিন এবং ADH হরমোনের ভূমিকা লেখো।

অথবা, বৃক্কের কার্য নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা আলোচনা করো। সংসদ Website প্রশ্ন

একটি মন্তব্য পোস্ট করুন