H.S. BIOLOGY QUESTION–2020 (MCQ উত্তর)

                    Part - A [ Marks: 52]


1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                 2x5= 10

(a) ইতর পরাগযোগের যেকোনো দু'টি সুবিধা উল্লেখ করো। 

(b) নিউক্লিওজোম কী?

অথবা, কীভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়?

★★ (c) 'মধু'র উপাদানগুলি উল্লেখ করো।

★★ অথবা, মেজর কার্প বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।

(d) আণবিক কাঁচি বলতে কী বোঝো? DNA লাইগেজ কী?

(e) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার যেকোনো দু’টি পদ্ধতি উল্লেখ করো।

অথবা, ওজোন গহ্বর কী? 


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।                            3x9 - 27

(a) গুপ্তবীজী পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। 

অথবা, গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ (MTP) বলতে কী বোঝো? অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য কী?  2+1

(b) উদাহরণ সহ মাল্টিপল অ্যালিলিজম ও প্লিওট্রপি পার্থক্য লেখো।

(c) ল্যাক ওপেরনের গঠন সংক্ষেপে বর্ণনা করো।

অথবা, ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন সংক্রান্ত গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো যা প্রমাণ করে DNA-ই বংশগতির বস্তু। 

(d) বায়োফার্টিলাইজার কী? যেকোনো দু'টি ব্যাকটেরিয়ার বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহার পদ্ধতি বর্ণনা করো।  1+2

★★ (e) অণুবিস্তারণ কী? অণুবিস্তারণের সুবিধাগুলি সংক্ষেপে উল্লেখ করো।                1+2

(f) ফাইলেরিয়েসিস-এর উপসর্গগুলি উল্লেখ করো। মাইক্রোফাইলেরিয়া কী?            2+1

অথবা, হিউমোরাল ও সেল মেডিয়েটেড অনাক্রমতার দু'টি পার্থক্য উল্লেখ করো। ট্রাংকুলাইজার ড্রাগের একটি উদাহরণ দাও।                                     2+1

(g) জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (GMO) কী? Bt-রূপ উৎপাদনের প্রয়োজনীয় ধাপগুলি সংক্ষেপে উল্লেখ করো।

(h) জিন থেরাপি কী? মানব ইনসুলিনের তাৎপর্য উল্লেখ করো।                            1+2

অথবা, কৃষিকার্যে বায়োটেকনোলজির প্রয়োগের দু'টি উদাহরণ দাও। ক্লোনিং ভেক্টরের সংজ্ঞা দাও।        2+1

(i) ইকোলজিক্যাল নিচ (Niche) বলতে কী বোঝো? একটি মরুবাসী প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো।                                           1+2

★★ অথবা, বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের প্রভাবকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। কর্কর (ডেট্রিটাস) খাদ্যশৃঙ্খলের একটি উদাহরণ দাও।                    2+1


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                       5×3=15


(a) গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি চিত্র সহ সংক্ষেপে বর্ণনা করো। পার্থেনোকাপির সংজ্ঞা দাও।              (3+1)+1

অথবা, রজঃচক্রের বিভিন্ন দশায় মানব জরায়ুর পরিবর্তনগুলি ছকের আকারে উল্লেখ করো। ক্যাপাসিটেশন কী?                                       4+1

 (b) ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভ দশাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ট্রাইজোমি কী?              4+1

(c) বিশ্বউন্নায়নের তাৎপর্য লেখো। মানবদেহের জলদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো। 

অথবা, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। বায়োডাইভারসিটি হটস্পট বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।                    3+1+1 




                 Part- B [Marks : 18]




1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :                    1×14=14


(i) নীচের কোনটি ইন-সিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় ? 

(a) স্যাংচুয়ারি            (b) সিডব্যাংক 

(c) ন্যাশনাল পার্ক       (d) বায়োস্ফিয়ার রিজার্ভ

Ans:- b

(ii) নিম্নলিখিত কোন উৎসেচকটি PCR-এর জন্য প্রয়োজন

(a) RNA পলিমারেজ       (b) রাইবোনিউক্লিয়েজ 

(c) Taq পলিমারেজ।       (d) এন্ডোনিউক্লিয়েজ। 

Ans:- c 

(iii) প্রদত্ত ডেয়ারি ব্রিডের মধ্যে কোনটি ভারতীয়? 

(a) আয়ারশায়ার               (b) জার্সি 

(c) হলস্টেন                       (d) ওংগোল

Ans:- d

(iv) কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? 

(a) হ্যালডেন           (b) উরে ও মিলার 

(c) পাস্তুর                (d) ওপারিন

Ans:- c

(v) যৌন সংযোজিত বংশানুক্রমগত রোগের একটি উদাহরণ হলো –

(a) সিকল সেল অ্যানিমিয়া      (b) হিমোফিলিয়া 

(c) অ্যালবিনিজম।                   (d) ফিনাইল কিটোনিউরিয়া 

Ans:- b

★★ (vi) নিম্নলিখিত জীবগুলির কোনটি কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে? – 

(a) Chlamydomonas          (b) Spirogyra 

(c) Penicillium                    (d) এগুলির কোনোটিই নয়

Ans:- c

★★ (vii) প্রদত্ত কোনটিতে বহিঃনিষেক ঘটে না? 

(a) শৈবাল         (b) উভচর 

(c) মৎস্য            (d) স্তন্যপায়ী

Ans:- d

(viii) অমৃতা দেবী (বেনিওয়াল) কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

(a) চিপকো আন্দোলন         (b) সাইলেন্ট ভ্যালি আন্দোলন 

(c) বিশনোই (জয়পুর) আন্দোলন (d) এগুলির কোনোটিই নয়

Ans:- c

(ix) জুপ্ল্যাঙ্কটন হলো –

(a) প্রাথমিক খাদক    (b) গৌণ খাদক 

(c) প্রগৌণ খাদক       (d) এগুলির কোনোটিই নয় 

Ans:- a

(x) নীচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়?

(a) Escherichia             (b) Azotobacter 

(c) Agrobacterium       (d) Salmonella 

Ans:- c

(xi) প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত?

 (a) IgD      (b) IgE 

(c) IgG      (d) এগুলির কোনোটিই নয় 

Ans:- c

(xii)সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি হলো –

Ans:-a

(xiii) নিম্নলিখিতগুলির কোনটিকে কর্নবার্গের উৎসেচক (Kornberg's enzyme) বলা হয়? 

(a) DNA পলিমারেজ-III       (b) DNA লাইগেজ 

(c) RNA পলিমারেজ             (d) DNA পলিমারেজ

Ans:-d

(xiv) নিম্নলিখিতগুলির কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে? 

(a) অক্সিটোসিন             (b) ADH 

(c) প্রোল্যাকটিন            (d) গ্লুকাগন

Ans:-c

2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একবাক্যে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 1× 4 = 4 

(a) ঔষধ শিল্পে ব্যবহৃত হয় এমন একটি জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো।

★★ (b) উগ্যামির সংজ্ঞা দাও।

★ ★ অথবা, বহুবিভাজন কাকে বলে? 

(c) পপুলেশনের সংজ্ঞা দাও।

অথবা, লবণাম্বু (হ্যালোফাইট) উদ্ভিদের যেকোনো একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 

(d) লিংক্ড জিন বলতে কী বোঝো?

একটি মন্তব্য পোস্ট করুন

About the Author

Santigopal Das is the creator of BIOSGD, a blog dedicated to exploring the fascinating world of biology in both English and Bengali. From cell structures to viral mechanisms, BIOSGD breaks down complex science into simple concepts.