H.S. BIOLOGY QUESTION– 2016

                         Part - A [Marks : 52]


1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।      2 x 5=10

(a) বহুভ্রূণতা কী? একটি উদাহরণ দাও। 

অথবা, ফ্যালোপিয়ান নালি কী? এর কাজ লেখো।     1+1      

(b) অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? একটি উদাহরণ দাও। 1+1   

(c) ক্লোনিং ভেক্টর বলতে কী বোঝো?

(d) দাদ রোগ বলতে কী বোঝো?

অথবা, ক্যানসারের কারণগুলি উল্লেখ করো। 

(e) সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কী বোঝো?

অথবা, জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)3x9 = 27 


(a) অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও।   2+1

(b) জেনেটিক কোডের যেকোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা, সেমিকনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে? DNA-রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো: (i) RNA-Primer, (ii) SSB প্রোটিন

(c) পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কী বোঝো?

অথবা, DNA-র দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। 

★★ (d) মধুর উপাদানগুলি কী? মৌমাছির যেকোনো একটি রোগের নাম ও তার কারণ উল্লেখ করো।   1+1+1

★ ★ অথবা, প্রাণী প্রজননের উদ্দেশ্য কী? কৃত্রিম ইনসেমিনেশন বলতে কী বোঝো?   2+1

(e) কলা পালনের যেকোনো তিনটি গুরুত্ব উল্লেখ করো। 

★ ★ (f) Single Cell Protein বলতে কী বোঝো? উদাহরণসহ লেখো। বায়োফাটিফিকেশন কী?  2+1

(g) জিনপ্রযুক্তির সাহায্যে কীভাবে মানব ইনসুলিন উৎপাদন করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 

(h) বায়োপাইরেসি বলতে কী বোঝো? পেটেন্ট কী?         2+1

অথবা, CDNA কাকে বলে? জৈবপ্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য উল্লেখ করো।

(i) প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

অথবা, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)5x3 = 15


(a) চিহ্নিত চিত্র সহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পার্মাটোজেনেসিস বলতে কী বোঝো? 4+1

অথবা, চিহ্নিত চিত্র সহ সপুষ্পক পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। বীজের গুরুত্ব  কী?    4+1 

(b) গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ‘DNA-ই যে জেনেটিক বস্তু তা ব্যাখ্যা করো। DNA-ফিংগার প্রিন্টিং-এর তাৎপর্য কী? 4+1

 (c) ওজোন গহ্বর কী? ওজোন গহ্বর সৃষ্টির কারণ কী? অটোইকোলজি ও সিনইকোলজির মধ্যে পার্থক্য লেখো। 1+2+2

অথবা, জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো।  2+3


                        Part-B [Marks : 18]


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×14=14 

(i) কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে –

       (a) LH (b) FSH (c) ইস্ট্রোজেন (d) প্রোজেস্টেরন

(ii) হিমোফিলিয়ার জন্য দায়ী জিন – 

     (a) Y ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন প্রকৃতির 

     (b) X ক্রোমোজোমবাহিত প্রকট প্রকৃতির

     (c) Y ক্রোমোজোমবাহিত প্রকট প্রকৃতির 

     (d) X ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন প্রকৃতির

(iii) tRNA-র চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? 

    (a) DNA রেপ্লিকেশন (b) ট্রান্সক্রিপশন

     (c) ট্রান্সলেশন (d) ল্যাক ওপেরন 

(iv) নিম্নলিখিতগুলির কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্টি হয়?

       (a) যকৃৎ সিরোসিস (b) হাইপোগ্লাইসোমিয়া 

       (c) পাকস্থলীর প্রদাহ (d) প্রদত্ত সবক'টি 

(v) উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো –

      (a) সেরাল পর্যায় (b) প্রতিস্থাপন 

      (c) ক্লাইম্যাক্স কমিউনিটি (d) প্রতিযোগিতা

(vi) pBR322 নামকরণে ‘p' বলতে বোঝায়

      (a) প্লাজমা (b) প্রোটিন 

      (c) প্লাসমিড (d) পলিসাকারাইড 

(vii) লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটি ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো –            

      (a) 10% (b) 90% (c) 80% (d) 20%

★★ (viii) মিয়োসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে – 

    (a) অ্যাপোগ্যামি (b) অ্যাপোস্পোরি 

     (c) পার্থেনোকাপি (d) পার্থেনোজেনেসিস

(ix) নিম্নলিখিতগুলির কোনটি গর্ভনিরোধকের ব্যথাদায়ক পদ্ধতি?

       (a) শুক্রাণুনাশক জেলি (b) IUCD (c) ডায়াফ্রাম                   (d) গর্ভনিরোধক বড়ি

(x) মানুষের 21 সংখ্যক ক্রোমোজোমের ট্রাইসোমি যে রোগটি সৃষ্টি করে তা হলো –

      (a) ক্লাইনফেল্টারস সিনড্রম (b) ডাউন সিনড্রম 

      (c) টার্নারস সিনড্রম (d) AIDS

(xi) মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো –

      (a) সহপ্রকটতা (b) লিংকেজ।  

      (c) অসম্পূর্ণ প্রকটতা (d) প্রদত্ত সবক'টি 

★★ (xii) কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা?

        (a) ব্ল্যাকম্যান (b) ওডাম (c) এলটন (d) ট্যান্সলে 

★★ (xiii) নিম্নলিখিত কোনটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড?

        (a) নাগেশ্বরী (b) জার্সি 

        (c) রোড আইল্যান্ড রেড (d) খাঁকি ক্যাম্পবেল

(xiv) গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায় – 

         (a) শিল্পে ব্যবহৃত জৈবপ্রযুক্তি 

         (b) চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত জৈবপ্রযুক্তি 

         (c) কৃষিকাজে ব্যবহৃত জৈবপ্রযুক্তি 

         (d) এদের কোনোটিই নয়

2• প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :     1×4=4 


(a) একটি কৃত্রিম গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।

অথবা, পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয় ? 

(b) ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখ।

(c) লিংকড জিন বলতে কী বোঝো?

(d) HCG কোথা থেকে ক্ষরিত হয় ? 

অথবা, চ্যালাজোগামি কি ?



 

একটি মন্তব্য পোস্ট করুন

About the Author

Santigopal Das is the creator of BIOSGD, a blog dedicated to exploring the fascinating world of biology in both English and Bengali. From cell structures to viral mechanisms, BIOSGD breaks down complex science into simple concepts.