H.S. BIOLOGY QUESTION–2015 ( MCQ উত্তর)


                        Part - A [Marks : 52]


1• নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 2x5= 10

 ★★ (a) আইসোগ্যামি ও ঊগ্যামির পার্থক্যগুলি লেখো।

(b) নিউক্লিওজোম কী? 

অথবা, টার্নারস অথবা ক্লাইনফেল্টারস সিনড্রমের যেকোনো দু'টি উপসর্গ উল্লেখ করো।

★★ (c) দু'টি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো। 

(d) বায়োপাইরেসির দু'টি উদাহরণ দাও।

অথবা, জিন থেরাপি কাকে বলে? একটি উদাহরণ দাও। 

(e) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সংজ্ঞা দাও।

অথবা, ex-situ সংরক্ষণ কী? একটি উদাহরণ দাও।


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।  3x9 = 27


(a) অ্যামনিওসেন্টেসিস কী? এর তাৎপর্য লেখো।  1+2

(b) সেক্স ক্রোমোজোম কাকে বলে? মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি লেখো ।    1+2

অথবা, হার্ডি-উইনবার্গ ভারসাম্য তত্ত্বের গুরুত্ব লেখো।

(c) জীবজ সার কাকে বলে? কীভাবে জীবজ সার হিসাবে অণুজীব ব্যবহৃত হয়?   1+2

অথবা, ড্রাগের অপব্যবহার কাকে বলে? একটি উত্তেজক এবং একটি ট্রাংকুলাইজার ড্রাগের উদাহরণ দাও।  1+(1+1)

★★ (d) পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়াঘটিত রোগের নাম লেখো। এটির প্রধান উপসর্গ ও নিয়ন্ত্রণ উল্লেখ করো। 1+2

★★ (e) সংকরায়ণ কী? পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো।   1+2

(f) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সংজ্ঞা দাও। একটি জেনেটিক্যালি মডিফায়েড জীবের নাম লেখো। 2+1

(g) ট্রান্সজেনিক কোশ কাকে বলে? রিকন্বিন্যান্ট DNA-যুক্ত ভেক্টরকে কোশে প্রবিষ্টকরণের দু'টি পদ্ধতি উল্লেখ করো। 1+2

অথবা, জৈবসুরক্ষার যেকোনো তিনটি বিচার্য বিষয় উল্লেখ করো।

(h) বিভিন্ন প্রকার RNA-এর নাম ও তাদের কাজ লেখো। অথবা, ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টি বর্ণনা করো।

(i) উৎপাদনশীলতা ও বিয়োজন বলতে কী বোঝো? মাইক্রোক্লাইমেট কী?   (1+1)+1



3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।  5x3 = 15


(a) রজঃচক্র কী? রজঃচক্রের বিভিন্ন দশায় জরায়ুগাত্রের বিভিন্ন পরিবর্তন সংক্ষেপে লেখো। 1+4 

অথবা, সস্য ও ভ্রূণ গঠনের উল্লেখ সহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। 3+2


(b) বংশানুক্রমে ক্রোমোজোমীয় মতবাদের স্বপক্ষে যুক্তি দাও। ক্রসিংওভার কাকে বলে? 3+2

অথবা, আণবিক জীববিদ্যার সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো? ট্রান্সক্রিপসন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 

(c) গ্রীন হাউস প্রভাব বলতে কী বোঝো ? গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য লেখ ।  2+3। 


                     Part B [Marks: 18]


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×14=14

 (i) কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা 24 হলে তার সস্যকোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 

          (a) 24 (b) 12 (c) 48 (d) 36 

(ii) যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে – 

       (a) মালটিপল অ্যালিল (b) এপিস্ট্যাসিস্ (c) প্লিওট্রপি             (d) অসম্পূর্ণ প্রকটতা 

(iii) নিম্নলিখিতগুলির মধ্যে কোন অ্যামিনো অ্যাসিডের জেনেটিক কোড হলো ‘AUG?

       (a) মেথিওনিন (b) টাইরোসিন (c) ভ্যালিন (d) সেরিন 

(iv) T-লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী ?           

       (a) সহজাত অনাক্রমতা (b) রসভিত্তিক অনাক্রমতা                 (c) কোশভিত্তিক অনাক্রমতা (d) এদের কোনোটিই নয়

(v) ‘চিপকো-আন্দোলন’ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত?

         (a) সালিম আলি (b) অমৃতা দেবী (c) এস. বহুগুণা                 (d) জে. এল. নেহরু 

(vi) বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহৃত হয়? 

        (a) Rhizobium (b) E. coli (c) Bacillus                                (d)Saccharomyces 

(vii) মানুষের পপুলেশনের বৃদ্ধি-লেখচিত্র কীরূপ? 

         (a) ‘S’-আকৃতি (b) J’-আকৃতি (c) ‘Z’-আকৃতি                         (d) এদের কোনোটিই নয় 

★ ★ (viii) দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়?                         (a) ব্যাকটেরিয়া (b) তারামাছ (c) ফিতাকৃমি                           (d) রিকসিয়া

(ix) প্রদত্ত কোনটি ওজোন স্তর ধ্বংসের কারণ? 

         (a) CFC (b) নাইট্রোজেন অক্সাইড (c) CH (d) সবক'টি

(x) নিম্নলিখিতগুলির কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? 

       (a) Taq পলিমারেজ (b) রিকম্বিন্যান্ট DNA                        (c) রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ (d) এদের কোনোটিই নয়

(xi) কলাপালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হয় – 

          (a) ক্ষুদ্র উদ্ভিদ পালন (b) ম্যাক্রোপ্রোপাগেশন                        (c) অঙ্গপালন (d) মাইক্রোপ্রোপাগেশন

(xii) কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না?

        (a) ওপারিন (b) পাস্তুর (c) উরে ও মিলার (d) হ্যালডেন 

(xiii) কোয়াসারভেট হলো –

   (a) লাইপোপ্রোটিন (b) অ্যামোনিয়া, শর্করা ও জলের মিশ্রণ     (c) ফ্যাটি অ্যাসিড (d) কোলয়েডীয় পদার্থ

(xiv) গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো –

         (a) থাইরক্সিন (b) অক্সিটোসিন (c) প্রোজেস্টেরন                   (d) টেস্টোস্টেরন 

উঃ-


2• নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একবাক্যে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×4 = 4 

(a) সহপ্রকটতার একটি উদাহরণ দাও।


(b) বায়োম কী?


(c) ল্যাক্টোজেনিক হরমোনটির নাম লেখো।

অথবা, গেইটোনোগ্যামি কী? 

(d) একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম লেখ।

অথবা , ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী জীবের নাম লেখ।

একটি মন্তব্য পোস্ট করুন