🙏🙏 Welcome to BIOSGD 🙏🔬🧪🫁🫀🧬🩸🧠🇮🇳 (1) CLASS XII          (2) CLASS XI IMPORTANT QUESTIONS        (3) HS EXAM QUESTIONS     (4) NCERT Biology book 📚

6.বংশগতির আনবিক ভিত্তি Important question answer (HS + NEET)

 1. জিনগত বস্তুর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 

উঃ ♦ জিনগত বস্তুর বৈশিষ্ট্যগুলি হল—

(i) এরা প্রতিলিপিকরণ ক্ষমতা সম্পন্ন হয়

(ii) এরা জিনগত তথ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে

(iii) জিনগত তথ্যগুলি (প্রকট বৈশিষ্ট্যসম্পন্ন জিনগুলি) বহিঃপ্রকাশ ক্ষমতা যুক্ত হয়

(iv) জিনগত বস্তু পরিব্যক্তির মাধ্যমে প্রকরণ ঘটাতে সক্ষম,যা অভিযোজন ও অভিব্যক্তিতে সাহায্য করে। 


2. বিভিন্ন প্রকার RNA-এর কাজগুলি লেখো। 


উঃ ♦ বিভিন্ন প্রকার RNA-এর কাজগুলি হল—

(i) mRNA: mRNA সজীব কোশে ক্রোমোজোমস্থিত DNA থেকে প্রোটিন বা পলিপেপটাইড গঠনের জন্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির সংকেত (code) বহন করে।

(ii) tRNA: tRNA নির্দিষ্ট ধরনের অ্যামিনো অ্যাসিডকে আবদ্ধ করে পলিরাইবোজোমে নিয়ে আসে, ফলে অ্যামিনো অ্যাসিডগুলি নির্দিষ্ট সজ্জাক্রমে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে।

(iii) rRNA: সজীব কোশে rRNA, রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে এবং পলিরাইবোজোম গঠনের মাধ্যমে পলিপেপটাইড শৃঙ্খল গঠনে সহায়তা করে। 


3.প্রোক্যারিওটিক DNA রেপ্লিকেশন ও ইউক্যারিওটিক DNA রেপ্লিকেশনের মধ্যে পার্থক্য লেখো। [ সংক্ষিপ্ত প্রশ্ন-II] 

উঃ ♦ প্রোক্যারিওটিক DNA রেপ্লিকেশন ও ইউক্যারিওটিক DNA রেপ্লিকেশনের মধ্যে পার্থক্যগুলি হল—

প্রোক্যারিওটিক DNA রেপ্লিকেশন

ইউক্যারিওটিক DNA রেপ্লিকেশন

(i) প্রোক্যারিওটিক কোশে একটিমাত্র 'সূচনা বিন্দু' গঠিত হয়।         (i) নিউক্লিয়াসস্থিত DNA-তে অসংখ্য 'সূচনা বিন্দু' গঠিত হয়।

(ii) একটিমাত্র রেপ্লিকেশন ফর্ক গঠিত হয়।        (ii) এক্ষেত্রে অসংখ্য রেপ্লিকেশন ফর্ক গঠিত হয়।

(iii) তিন ধরনের DNA পলিমারেজ (I, II ও III) দেখা যায়। DNA প্রতিলিপিকরণের সময়ে DNA পলিমারেজ III ডি-অক্সিরাইবো নিউক্লিওটাইডের পলিমেরাইজেশনে অংশগ্রহণ করে।           (iii) প্রায় 6 প্রকারের DNA পলিমারেজ, (যথা—α, β, γ, δ, ζ এবং ε) উপস্থিত। DNA প্রতিলিপিকরণের সময়ে প্রধানত α,δ,ε ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইেডর পলিমেরাইেজশেনর কাজে লাগে।

(iv) প্রতিটি কোশে DNA পলিমারেজ-এর সংখ্যা অনেক কম হয়, যেমন—E.coli-এ 15টি DNA পলিমারেজ III থাকে।        (iv) প্রত্যেক কোশে DNA পলিমারেজ-এর সংখ্যা অনেক বেশি হয়। উন্নত প্রাণীকোশে 50,000 DNA পলিমারেজ alpha থাকে

(v) প্রাইমেজ উৎসেচক RNA প্রাইমার তৈরি করে।        (v) DNA পলিমারেজ alpha-এর দুটি অধঃএকক RNA প্রাইমার তৈরি করে।

4.প্রতিলিপিকরণের সম্প্রসারণ দশার বর্ণনা দাও। [ সংক্ষিপ্ত প্রশ্ন-II]

উঃ ♦ প্রতিলিপিকরণের সম্প্রসারণ দশার বিভিন্ন পর্যায়গুলি হল—

(i) রেপ্লিকেশন ফর্কে জনিতৃ একতন্ত্রী (3'→5' অভিমুখী)DNA-এর প্রাইমেজ উৎসেচক দ্বারা 5'→3' অভিমুখে পরিপূরক RNA প্রাইমার বসে।

(ii) পরিপূরক RNA প্রাইমারের 3'OH গ্রুপে DNA পলিমারেজ III উৎসেচকের প্রভাবে N2-যুক্ত বেস সংযোজিত হয়ে অবিচ্ছিন্ন লিডিং স্ট্র্যান্ড গঠিত হয়।

(iii) অন্য জনিতৃ (5'→3' অভিমুখী) DNA স্ট্র্যান্ডটিতে একাধিক স্থানে RNA প্রাইমার যুক্ত হয় ও রেপ্লিকেশন ফর্ক উন্মুক্তকরণের বিপরীত দিকে 5'—3' অভিমুখে ওকাজাকি খণ্ডক গঠনের মাধ্যমে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়।

(iv) DNA পলিমারেজ I RNA প্রাইমারগুলিকে অপসারিত করে।

(v) DNA লাইগেজ ওকাজাকি খণ্ডকগুলিকে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত করে অবিচ্ছিন্ন স্ট্র্যান্ড গঠন করে।

(vi) DNA পলিমারেজ II এরপর প্রুফ রিডিং-এর মাধ্যমে ভুল নিউক্লিওটাইড অপসারণ ও সঠিক নিউক্লিওটাইড সংযোজনে সহায়তা করে। 


5. ট্রান্সক্রিপশন পদ্ধতির সম্প্রসারণ দশার বর্ণার দাও ? 

উঃ ♦ ট্রান্সক্রিপশন পদ্ধতির সম্প্রসারণ দশার পর্যায়গুলি হল—

(i) mRNA শৃঙ্খল সম্প্রসারণকালে কোর-এনজাইম থেকে δ ফ্যাক্টর বেরিয়ে যায় ও NusA প্রোটিন নামক সম্প্রসারণ ফ্যাক্টর যুক্ত হয়।

(ii) NusA যুক্ত RNA কোর-পলিমারেজ DNA স্ট্র্যান্ডের মাঝের বেস জোড়ার হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়।

(iii) 5'→3' অভিমুখে রাইবোনিউক্লিওটাইড মনোফসফেটের সংযুক্তি ঘটে।

NTP ------------------> NMP + 2Pi + ∆

[ N = N²-যুক্ত বেস,যথা— পিউরিন (অ্যাডেনিন ও গুয়ানিন) বা পিরিমিডিন (সাইটোসিন ও ইউরাসিল)]

(iv) RNA পলিমারেজ কোর-এনজাইম, শক্তি ও Mg²+এর সাহায্যে সংযুক্ত নিউক্লিওটাইডের মধ্যে 5'→3' অভিমুখে ফসফোডাইএস্টার বন্ধন গঠিত হয়।

(v) প্রতি সেকেন্ডে 50টি নিউক্লিওটাইড সংযুক্তির হারে শৃঙ্খল সম্প্রসারণ ঘটে। কোর-এনজাইম একটি স্থানে একবারে 10টি নিউক্লিওটাইড যুক্ত করে। 


6. ট্রান্সলেশন পদ্ধতির সম্প্রসারণ দশার বর্ণনা দাও ? 

উঃ ♦ ট্রান্সলেশন পদ্ধতির সম্প্রসারণ দশার পর্যায়গুলি হল—

(i) প্রোক্যারিওটিক কোশে ট্রান্সলেশন পদ্ধতিতে পলিপেপটাইডের সম্প্রসারণের জন্য তিনটি সম্প্রসারণ ফ্যাক্টর লাগে।যথা— [a] EF-TU; [b] EF-TS; [c] EF-G.

(ii) EF-TU, EF-TS ও GTP-এর সাহায্যে 70S রাইবোজোমের A সাইটে দ্বিতীয় কোডন-এর সঙ্গে দ্বিতীয় অ্যামিনো অ্যাসাইল tRNA যুক্ত হয়।

(iii) P সাইটে অবস্থিত প্রথম অ্যামিনো অ্যাসিড (fmet) পেপটাইডিল ট্রান্সফারেজের সাহায্যে স্থানান্তরিত হয়ে পেপটাইড বন্ধন দ্বারা A সাইটে যুক্ত দ্বিতীয় tRNA-এর অ্যামিনো অ্যাসিডের সাথে আবদ্ধ হয়।

(iv) এরপর, P সাইটে অবস্থিত অ্যামিনো অ্যাসিডবিহীন tRNA, E-সাইটে স্থানান্তরিত হয় (translocation)।

(v) EF-G-এর সহায়তায় mRNA-এর 5'–3' অভিমুখে স্থানান্তরিত হয়। এর ফলে A-সাইটে অবস্থিত tRNA-অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্সটি P সাইটে স্থানান্তরিত হয় এবং A সাইটটি ফাঁকা হয়ে যায় ও পূর্ববর্তী প্রক্রিয়াগুলির পুনরাবৃত্তি ঘটে। 


7. DNA প্রতিলিপিকরণে যুক্ত বিভিন্ন উৎসেচক ও প্রোটিনের নাম লেখো

উঃ ♦ DNA প্রতিলিপিকরণে যুক্ত বিভিন্ন উৎসেচক ও প্রোটিনগুলি হল—

(i) এন্ডোনিউক্লিয়েজ

(ii) হেলিকেজ

(iii) টোপোআইসোমারেজ I এবং II

(iv) DNA প্রাইমেজ

(v) DNA পলিমারেজ I

(vi) DNA পলিমারেজ II

(vii) DNA পলিমারেজ III

(viii) প্রাইমাজোম

(ix) DNA লাইগেজ

(x)টেলোমারেজ

(xi) SSB প্রোটিনসমূহ (SSBPs) 


8. rRNA-এর গঠন বর্ণনা করো।

উঃ ♦ rRNA-এর গঠন নীচে বর্ণনা করা হল—

(i) rRNA একতন্ত্রী এবং এর আণবিক ভর 36,000-15,00,000 Da।

(ii) rRNA অণুতে রাইবোনিউক্লিওটাইডের সংখ্যা 120 থেকে 5000।

(iii) rRNA-তে একই স্ট্র্যান্ড-এর পরিপূরক N2-যুক্ত বেসগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে গৌণ কুণ্ডলী গঠন করে [A=U; C≡G]। (iv) অনেকসময়ে rRNA-তে চুলের কাঁটার মতো ফাঁস বা লুপ (Hair-pin loop)দেখা যায়।

(v) rRNA-তে উপস্থিত G+C-এর পরিমাণ সাধারণত 50%-এর বেশি হয়। 


9. DNA প্যাকেজিং কীভাবে ঘটে বর্ণনা করো। 

উঃ ♦ DNA প্যাকেজিং পদ্ধতিটি নীচে বর্ণনা করা হল—

(i) কোর হিস্টোন অক্টামার রৈখিক দ্বিতন্ত্রী 2 nm DNA 1¾ পাকে বেষ্টিত হয়ে 6 nm x 11 mn-এর নিউক্লিওজোম গঠন করে।

(ii) প্রতিটি নিউক্লিওজোমের বাইরে H1-নামক হিস্টোন প্রোটিন অণু DNA-কে হিস্টোনের সাথে আবদ্ধ রাখে। H1 সমেত নিউক্লিওজোমগুলি 8-110 bp যুক্ত লিংকার DNA পরস্পর যুক্ত হয়ে অলিগোনিউক্লিওজোম গঠিত হয়।

(iii) অলিগোনিউক্লিওজোমগুলি কুণ্ডলীকৃত হয়ে 30 nm সোলেনয়েড গঠন করে।

(iv) সোলেনয়েড গঠন সমন্বিত ক্রোমাটিন তন্তু স্ক্যাফোল্ড সংযোজন অঞ্চল দ্বারা স্ক্যাফোল্ড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে 300 nm চওড়া সুপার সোলেনয়েড গঠন করে।

(v) সুপার সোলেনয়েড আরো কুণ্ডলীকৃত হয়ে 700 nm চওড়া ক্রোমাটিড গঠিত হয়।

(vi) দুটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হয়ে 1400 nm চওড়া মেটাফেজ ক্রোমোজোম গঠিত হয়। 


10. E.coli-তে অপারেটর জিন কীভাবে বিপাকে অংশ নেয় তা ব্যাখ্যা করো।

উঃ ♦ E.coli ব্যাকটেরিয়ায় lac ওপেরন-এ অবস্থিত তিনটি সাংগঠনিক জিন—lac Z, lac Y ও lac A,ল্যাকটোজ বিপাকে অংশগ্রহণকারী উৎসেচক, যথাক্রমে β-গ্যালাকটোসাইডেজ,ল্যাকটোজ পারমিয়েজ এবং ট্রান্সঅ্যাসিটাইলেজ উৎপাদনে বিশেষ ভূমিকা গ্রহণ করে।

(i) lac ওপেরনের সুইচ অফ্ অবস্থা: ল্যাকটোজ কোশে উপস্থিত না থাকলে তার বিপাকে অংশগ্রহণকারী উৎসেচকের প্রয়োজন পরে না। তখন ওপেরনের ইনহিবিটরি জিন থেকে রিপ্রেসর তৈরির পর তা ল্যাকটোজের সাথে যুক্ত না হতে পেরে সক্রিয়তা লাভ করে অপারেটর অঞ্চলে বসে RNA পলিমারেজের গতিরোধ করে। ফলে lac Z, lac Y ও lac A জিনের ট্রান্সক্রিপশন হতে পারে না।

(ii) lac ওপেরনের সুইচ অন অবস্থা: কোশে ল্যাকটোজ উপস্থিত থাকলে ওপেরনের ইনহিবিটরি জিন থেকে তৈরি রিপ্রেসর ল্যাকটোজ-এর সাথে আবদ্ধ হয়ে নিষ্ক্রিয় হয়ে যায় ও অপারেটর সাইটে আবদ্ধ হতে পারে না। RNA পলিমারেজ মুক্ত অপারেটর রিজিয়নকে অতিক্রম করে সহজেই lac Z, lac Y, lac A জিনের ট্রান্সক্রিপশন ঘটিয়ে β-গ্যালাকটোসাইডেজ, পারমিয়েজ ও ট্রান্সঅ্যাসিটাইলেজ উৎসেচক সৃষ্টি করে, যার ফলে ল্যাকটোজের অপচিতিমূলক বিপাক বৃদ্ধি পায়।


11. DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর মূলনীতি লেখো। 

উঃ ♦ DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর মূলনীতি: DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর মূলনীতি হল জৈবপ্রযুক্তির সাহায্যে কোনো ব্যক্তির কলাকোশের নমুনা (যেমন—রক্ত, বীর্য, লালা) থেকে প্রাপ্ত DNA-কে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচক দিয়ে খণ্ডিত করে সেই DNA খণ্ডকগুলির দৈর্ঘ্য ও নিউক্লিওটাইড সজ্জা পরীক্ষা করে তার ভিত্তিতে কোনো ব্যক্তির পৃথকভাবে সুনিশ্চিত শনাক্তকরণ করা হয়। মানুষের জিনোমে 3 X10⁹ সংখ্যক বেস জোড়া রয়েছে। 99.9% ক্ষেত্রে মানুষের নিউক্লিওটাইডের নাইট্রোজেনযুক্ত বেসের সজ্জাতে মিল বা সাদৃশ্য আছে।সুতরাং, 0.1% জিনোমে অর্থাৎ 3 X10⁶ বেস জোড়াতে ভিন্নতা লক্ষ করা যায়। এই পার্থক্য বা ভিন্নতা কোনো ব্যক্তিবিশেষকে অন্য ব্যক্তির থেকে আলাদা করে। 


12. জিন মিউটেশন বলতে কী বোঝ? 

উঃ ♦ পরিব্যক্তি বা জিন মিউটেশন: কোনো প্রজাতির জীবে ক্রোমোজোমের বা জিনগত বস্তুর তথা DNA-র আকস্মিক, স্থায়ী, বংশানুক্রমিকভাবে সঞ্চারণশীল, সংখ্যাগত বা গঠনগত পরিবর্তনকে পরিব্যক্তি বা জিন মিউটেশন বলে।  


13. জেনেটিক কোড-এর যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।

উঃ ♦ জেনেটিক কোডের দুটি বৈশিষ্ট্য হল—

(i) mRNA-তে পাশাপাশি অবস্থিত তিনটি নিউক্লিওটাইড নিয়ে জেনেটিক কোড গঠিত হয়। অর্থাৎ জেনেটিক কোড ট্রিপলেট বা ত্রয়ী প্রকৃতির।

(ii রিডিং ফ্রেমে দুটি কোডনের বা নিউক্লিওটাইডের অন্তর্বর্তী স্থানে কোনো কমা বা যতিচিহ্ন থাকে না অর্থাৎ জেনেটিক কোড কমাবিহীন বা বিরতিবিহীন। 


14.  প্রতিলিপি গঠনের সেমিকনজারভেটিভ প্রকৃতি বলতে কী বোঝ? 

উঃ ♦ প্রতিলিপি গঠনের সেমিকনজারভেটিভ প্রকৃতি: DNA প্রতিলিপিকরণের সময় জনিতৃ দ্বিতন্ত্রী DNA-এর পাক খুলে যায় এবং স্ট্র্যান্ড দুটি আলাদা হয়ে যায়। দুটি স্ট্র্যান্ডের প্রতিটি টেমপ্লেট হিসেবে ব্যবহার করে পরিপূরক বেস যুক্ত হয়ে, একটি করে নতুন স্ট্র্যান্ড গঠনের মাধ্যমে অপত্য দ্বিতন্ত্রী DNA গঠিত হয়। এই পদ্ধতিতে সৃষ্ট অপত্য DNA-তে একটি নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড থাকে ও একটি স্ট্র্যান্ড জনিতৃ থেকে আসে।সেই কারণেই, DNA রেপ্লিকেশনকে সেমিকনজারভেটিভ রেপ্লিকেশন বলা হয়। 


15. ওকাজাকি খণ্ডক কাকে বলে? 

উঃ ♦ Okazaki খণ্ডক: DNA রেপ্লিকেশন পদ্ধতিতে ল্যাগিং স্ট্র্যাণ্ডের ওপর 5'-3' অভিমুখে বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত যে নতুন DNA খণ্ডক সৃষ্টি হয়, তাকে Okazaki খণ্ডক বলে। জাপানি বিজ্ঞানী Okazaki (1968) এই খণ্ডকগুলির নামকরণ করেন। 


16. রেট্রোভাইরাস কাকে বলে?  

উঃ ♦ রেট্রোভাইরাস: যেসব RNA-ঘটিত ভাইরাস পোষক কোশে প্রবেশ করলে RNA থেকে DNA তৈরি করতে পারে,সেইসব ভাইরাসকে রেট্রোভাইরাস বলে। যেমন—মানুষের AIDS রোগ সৃষ্টিকারী ভাইরাস (HIV)। 


17. ব্যাকটেরিয়ার রূপান্তরভবন কাকে বলে? 

উঃ ♦ ব্যাকটেরিয়ার রূপান্তরভবন: যে প্রক্রিয়ায় কোনো একটি স্ট্রেনের মৃত বা জীবিত ব্যাকটেরিয়ার দেহ থেকে তার DNA বা জিন অপর একটি স্ট্রেনের জীবিত ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে তার প্রজননিক বা জিনগত পরিবর্তন ঘটায় ও তাকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করে, তাকেই ব্যাকটেরিয়ার রূপান্তরভবন বলে। 


18. Hershey ও Chase-এর পরীক্ষায় ব্যবহৃত উপকরণগুলি লেখো। 

উঃ ♦ Hershey ও Chase-এর পরীক্ষায় ব্যবহৃত উপকরণসমূহ: -

(i) T2 ব্যাকটেরিওফাজ, 

(ii) E.Coli ব্যাকটেরিয়া, 

(iii) সালফার এবং ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ যথাক্রমে ³⁵S ও ³²P । 


19. নিউক্লিওয়েড কাকে বলে? 

উঃ ♦ নিউক্লিওয়েড বা নগ্ন DNA:ব্যাকটেরিয়ায় নিউক্লীয় আবরণীবিহীন ও হিস্টোন প্রোটিনবিহীন ক্রোমোজোমকে নিউক্লিওয়েড বা নগ্ন DNA বলে। 


20. নিউক্লিওসাইড কাকে বলে? 

উঃ ♦ নিউক্লিওসাইড: পেন্টোজ শর্করা ও N2-বেসযুক্ত ক্ষারধর্মী যৌগ নিউক্লিওটাইড গঠনে সাহায্য করে, তাকে নিউক্লিওসাইড বলে।

 নিউক্লিওসাইড = নিউক্লিওটাইড – ফসফোরিক অ্যাসিড 


21. নিউক্লিওটাইড কাকে বলে? 

উঃ ♦ নিউক্লিওটাইড: পেন্টোজ শর্করা, N2-বেস ও ফসফোরিক অ্যাসিডযুক্ত নিউক্লিক অ্যাসিডের গঠনগত একককে নিউক্লিওটাইড বলে।

 নিউক্লিওটাইড = নিউক্লিওসাইড + ফসফোরিক অ্যাসিড 


22. Chargaff-এর বেস ইকুইভ্যালেন্স সূত্রটি উপস্থাপিত করো। 

উঃ ♦ Chargaff-এর বেস ইকুইভ্যালেন্স সূত্র :       বিজ্ঞানী Chargaff মতে কোনো জীবের DNA-তে মোট পিউরিন বেসের পরিমাণ এবং মোট পিরিমিডিন বেসের পরিমাণ সমান হয়। অর্থাৎ, অ্যাডেনিন ও গুয়ানিনের মোট পরিমাণ (A+G) এবং সাইটোসিন ও থাইমিনের মোট পরিমাণ (C+T) সমান হয় বা এদের অনুপাত হয় 1:1।

A+G = C+T  বা (A+G) / (C+T) = 1


 23. কার্যকারিতার ওপর ভিত্তি করে RNA কত প্রকার ও কী কী? 

উঃ ♦ কার্যকারিতার ওপর ভিত্তি করে RNA দুই প্রকারের হয়। যথা—

(i) জেনেটিক RNA— যখন RNA, জিনগত বস্তু হিসেবে বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণে সহায়তা করে, যেমন—কিছু রাইবোভাইরাসের RNA। এইপ্রকার RNA প্রতিলিপিকরণে সক্ষম।

(ii) নন্-জেনেটিক RNA— ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমে বর্তমান RNA যখন জিনগত বস্তু হিসেবে কাজ করে না। নন্-জেনেটিক RNA প্রধানত তিন ধরনের, যথা—[a] বার্তাবহ বা মেসেঞ্জার RNA বা mRNA, (ii) ট্রান্সফার RNA বা tRNA ও (iii) রাইবোজোমাল RNA বা rRNA। 


24. DNA প্যাকেজিং বলতে কী বোঝ? 

উঃ ♦ DNA প্যাকেজিং: ঋণাত্মক আধানযুক্ত DNA অণু এবং ধনাত্মক আধানযুক্ত ক্ষারীয় প্রোটিন সংযুক্ত হয়ে নিউক্লিয়াসের মধ্যে স্বল্পস্থানে DNA-র কুণ্ডলীকৃত ও ঘনীভূত অবস্থাকে DNA প্যাকেজিং বলে। 


25.সেলফিশ DNA বলতে কী বোঝ ? 

উঃ ♦ সেলফিশ DNA: DNA-এর রিপিটিটিভ অঞ্চল প্রোটিন সংশ্লেষ তথা পলিপেপটাইড শৃঙ্খল গঠনের জন্য সংকেত (code) প্রদানে অক্ষম কিন্তু প্রতিলিপিকরণের সময়ে নিজের প্রতিলিপি করিয়ে নেয় বলে, ওই অঞ্চলের DNA-কে সেলফিশ DNA রূপে অভিহিত করা হয়। 


26. রাইবোজোমাল DNA বলতে কী বোঝ? 

উঃ ♦ রাইবোজোমাল DNA: রাইবোজোমে উপস্থিত যেসব DNA থেকে রাইবোজোমাল RNA সংশ্লেষিত হয়,তাদের রাইবোজোমাল DNA বা rDNA বলে। এরা স্বপ্রতিলিপিকরণে সক্ষম হয়।এই rRNA দ্বারা গঠিত রাইবোজোমগুলি mRNA স্ট্র্যান্ডের মাধ্যমে পলিজোম গঠন করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। 


27. জেনেটিক ও নন্-জেনেটিক RNA কাকে বলে?

উঃ ♦ জেনেটিক RNA: যখন RNA, জিনগত বস্তু হিসেবে বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণে সহায়তা করে, তাকে জেনেটিক RNA বলে। যেমন —রাইবোভাইরাস-এর RNA।

      নন্-জেনেটিক RNA: RNA যখন বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণে সহায়তা করে না তখন সেই জীবের সাইটোপ্লাজমে উপস্থিত RNA-কে নন্-জেনেটিক RNA বলে। যেমন— ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক কোশের RNA, যেমন—mRNA, tRNA, rRNA ইত্যাদি। 


 28. সেন্ট্রাল ডগমা কাকে বলে? 

উঃ  সেন্ট্রাল ডগমা: DNA, RNA এবং প্রোটিন এই তিন প্রকার জৈব অণুর মধ্যে পারস্পরিক কার্যকরী সম্পর্কের মাধ্যমে জেনেটিক বার্তাপ্রবাহ DNA রেপ্লিকেশন, DNA ট্রান্সক্রিপশন ও প্রোটিন সংশ্লেষের দ্বারা ঘটেতাকে সেন্ট্রাল ডগমা বলে




29. রেপ্লিকেশন ফর্ক কাকে বলে? 

উঃ ♦ রেপ্লিকেশন ফর্ক: রেপ্লিকেশনের সময়ে টোপোআইসোমারেজ বা অন্যান্য উৎসেচকের ক্রিয়ায় DNA-র অতিকুণ্ডলীকৃত অংশের পাক খুলে যাওয়ার ফলে DNA-এর পৃথক্​কৃত স্ট্র্যান্ড দুটি যে অংশে Y-এর আকার ধারণ করে, সেই অংশকে রেপ্লিকেশন ফর্ক বলে। 


30. ক্রোমাটোজোম কাকে বলে? 

উঃ ♦ ক্রোমাটোজোম: ইউক্যারিওটিক ক্রোমাটিন তন্তুতে দানার মতো, হিস্টোন কোর অক্টামার এবং 146টি বেসজোড়া সমন্বিত, একটি করে H1 হিস্টোন প্রোটিন ও লিংকার DNA-সহ প্রতিটি নিউক্লিওজোমের গঠনকে ক্রোমাটোজোম বলা হয়। 


31. DNA-এর সুপার সোলেনয়েড মডেল বলতে কী বোঝ?

উঃ ♦ DNA-এর সুপার সোলেনয়েড : 30 nm ব্যাসযুক্ত ও সোলেনয়েড গঠন সমন্বিত ক্রোমাটিন তন্তু স্ক্যাফোল্ড সংযোজন অঞ্চল দ্বারা স্ক্যাফোল্ড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে অসংখ্য লুপযুক্ত ডোমেইন গঠন করে এবং যার ফলে ক্রোমাটিন তন্তু আরো কুণ্ডলীকৃত হয়, সেইসব সোলেনয়েডকে সুপার সোলেনয়েড গঠন বলে। সুপার সোলেনয়েডগুলি 300 nm চওড়া হয়। 

32. পলিঅ্যাডেনাইলেশন কাকে বলে?

উঃ  ♦ পলিঅ্যাডেনাইলেশন: যে পদ্ধতিতে ইউক্যারিওটিক কোশে সৃষ্ট পরিণত mRNA স্ট্র্যান্ডের 3' প্রান্তে 200-300টি অ্যাডেনিন-সমন্বিত রাইবোনিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলি অ্যাডেনিন পুচ্ছ গঠন করে, সেই পদ্ধতিকে পলিঅ্যাডেনাইলেশন বলা হয়। 


33. TATA বক্স কী?

উঃ ♦ TATA বক্স: ইউক্যারিওটিক কোশের প্রোমোটার অঞ্চলে ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইডগুলিতে N2-যুক্ত বেসের 5'TATAAT3' সজ্জাক্রম সমন্বিত অংশকে বলা হয় TATA বক্স। ইউক্যারিওটিক কোশে TATA বক্সটি TSS ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে -30 আপস্ট্রিম অঞ্চলে অবস্থিত।


34. জেনেটিক কোডনকে ট্রিপলেট বলার কারণ কী? 

উঃ ♦ জেনেটিক কোডনকে ট্রিপলেট বলার কারণ হল—Nirenberg et al., F Crick, H G Khorana প্রমুখ বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে, প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষের সময়ে DNA থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে সৃষ্ট mRNA স্ট্র্যান্ডে পাশাপাশি অবস্থিত তিনটি নিউক্লিওটাইডের তিনটি নাইট্রোজেনযুক্ত বেস একত্রে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংশ্লেষের জন্য সংকেত বহন করে। তাই জেনেটিক কোডকে ত্রয়ী বা ট্রিপলেট বলে। 


35. হিউম্যান জিনোম প্রোজেক্ট বা HGP বলতে কী বোঝ? 

উঃ ♦ হিউম্যান জিনোম প্রোজেক্ট: মানুষের জিনোম গঠনকারী ক্রোমোজোমে অবস্থিত DNA-র নিউক্লিওটাইডের সজ্জাক্রম, জিনসংখ্যা, জিনবিন্যাস ও তাদের অবস্থান নির্ধারণ অর্থাৎ জিন ম্যাপিং-এর উদ্দেশ্যে যে আন্তর্জাতিক প্রকল্প বা প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে, তাকে হিউম্যান জিনোম প্রোজেক্ট বলে। 


36. DNA ফিঙ্গারপ্রিন্টিং-এ ডিন্যাচুরেশন বলতে কী বোঝ?

উঃ ♦ DNA ফিঙ্গারপ্রিন্টিং-এ ডিন্যাচুরেশন: DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর সময় যে প্রক্রিয়ায় ইলেক্ট্রোফোরেসিস সম্পূর্ণ হওয়ার পর VNTR-গুলিকে ক্ষারীয় রাসায়নিক দ্রবণে রাখার ফলে দ্বিতন্ত্রী DNA খণ্ডকগুলির দুটি তন্ত্রের নিউক্লিওটাইডগুলির মধ্যেকার হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় এবং একতন্ত্রী DNA (ssDNA) পাওয়া যায়, সেই ঘটনাকে ডিন্যাচুরেশন বলে।

 

 





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন