🙏🙏 Welcome to BIOSGD 🙏🔬🧪🫁🫀🧬🩸🧠🇮🇳 (1) CLASS XII          (2) CLASS XI IMPORTANT QUESTIONS        (3) HS EXAM QUESTIONS     (4) NCERT Biology book 📚

HUMAN REPRODUCTION IMPORTANT QUESTIONS [CLASS-XII]

IMPORTANT QUESTIONS OF HUMAN REPRODUCTION : CLASS-XII

 A• অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান-1)

1. শুক্রাশয়ের বাইরের আবরণীর নাম কী ?

উঃ শুক্রাশয়ের বাইরের আবরণী হল টিউনিকা অ্যালবুজিনিয়া।

2 জালক শুক্রাশয় (রেটি টেসটিস) কাকে বলে?

উঃ-সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা ক্রমে সরু হয়ে ঋজু নালিকায় পরিণত হয় এবং এই ঋজু নালিকাগুলি পরস্পর মিলিত হয়ে যে জালকের মতো অংশ গঠন করে। তাকে রেটি টেসটিস বা জালক শুক্রাশয় বলে।

3. শুক্রাশয়ের মুখ্য কাজ কী? 

উঃ শুক্রাশয়ের মুখ্য কাজ হল শুক্রাণু উৎপাদন করা ও টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা।

4 . শুক্রাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো।

উঃ শুক্রাশয় নিঃসৃত দুটি হরমোন হল টেস্টোস্টেরন ও ইনহিবিন। 

5. ক্রিপ্টরকিডিজম-এর অসুবিধা কী?

উঃ-  ক্রিপ্টরকিডিজমে শুক্রাশয় স্ক্রোটাম থলির মধ্যে নেমে আসতে পারে না। ফলে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়। 

6. প্রস্টেট গ্রন্থির কাজটি কী ?

 উঃ প্রস্টেট গ্রন্থির ক্ষরণ মূত্রনালিকে পিচ্ছিল করে, ফলে শুক্রস্খলন সহজ হয়।

7. PSA-পুরো নাম কী ?

PSA-র সম্পূর্ণ নাম হল Prostate Specific Antigen যা প্রস্টেট গ্রন্থিতে উৎপন্ন হয়।

8. কাউপার গ্রন্থির কাজ কি?

 উঃ প্রস্টেটের নীচে থাকা কাউপার গ্রন্থির ক্ষরণ মূত্রনালিকে সংগমকালে পিচ্ছিল করে ও মহিলার যোনিপথকে পিচ্ছিল করে শিশ্নের প্রবেশে সাহায্য করে, যোনির অম্লত্বকে প্রশমিত করে।

9. সারটোলি কোশের একটি কাজ লেখো।

 উঃ  সারটোলি কোশের একটি কাজ—সারটোলি কোশ শুক্রাণুকে পুষ্টি জোগায়।

10 ইনহিবিন কোথা থেকে ক্ষরিত হয়? 

 উঃ ইনহিবিন সারটোলির কোশ থেকে ক্ষরিত হয়।

11 ABP-র কাজ কী?

  উঃ ABP (অ্যানড্রোজেন বাইন্ডিং প্রোটিন) সেমিনিফেরাস টিউবিউলে টেস্টোস্টেরনকে ঘনীভূত করে।

12 ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।

  উঃ ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল ইস্ট্রোজেন।

13 ক্লাইটোরিস কী ? *[WBCHSE Sample Question 14] 

উঃ যোনির সম্মুখভাগের অঙ্কদেশে পুরুষের পেনিসের অনুরূপ লুপ্তপ্রায় অংশকে ক্লাইটোরিস বলে।

14 স্ত্রী জননতন্ত্রের কোথায় ফিমব্রি অবস্থিত? 

 উঃ  স্ত্রী জননতন্ত্রের ডিম্বনালির শেষভাগের ফানেল সদৃশ অংশে ফিমব্রি থাকে।

15 ইস্ট্রোজেনের ক্ষরণস্থান লেখো।

 উঃ   ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয়।

16 করপাস লিউটিয়াম কী ? * [WBCHSE Sample Question ]

 উঃ পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণের পর বিদীর্ণ ডিম্বথলিকে পীতগ্রন্থি বা করপাস লিউটিয়াম বলে। 

17 স্পার্মাটোজেনেসিস কী?

উঃ যে ধারাবাহিক প্রক্রিয়ায় সেমিনিফেরাস টিউবিউলে আদি শুক্রকোশ (স্পার্মাটোগোনিয়াম) থেকে শুক্রাণু উৎপন্ন হয়,তাকে স্পার্মাটোজেনেসিস বলে।

18 করপাস হিমোরেজিকান কী?

  উঃ ডিম্বাণু নির্গত হওয়ার পর ডিম্বাণুবিহীন গ্রাফিয়ান ফলিকলটি রক্তপূর্ণ হলে তাকে করপাস হিমোরেজিকান বলে।

19 করপাস অ্যালবিকানস কী ?

  উঃ  ডিম্বাণু নিঃসরণের পর নিষেক না ঘটলে করপাস লিউটিয়াম ক্ষয়প্রাপ্ত হলে তাকে করপাস অ্যালবিকানস বলে।

20* ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে কী বলে?

  উঃ  ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে থাকা পর্দাকে ভাইটেলাইন পর্দা বলে।

21* ভাইটেলাইন পর্দা ও জোনা পেলুসিডার মাঝের স্থানকে কী বলে? 

উঃ ভাইটেলাইন পর্দা ও জোনা পেলুসিডার মাঝের স্থানকে পেরিভাইটেলাইন স্পেস বলে।

22 জোনা পেলুসিডা স্তরের প্রধান উপাদান কোনটি? 

উঃ জোনা পেলুসিডা স্তরের প্রধান উপাদান হল গ্লাইকোপ্রোটিন। 

23 করোনা রেডিয়াটা কী?

উঃ ডিম্বাণুর জোনা পেলুসিডার বাইরে গ্র্যানুলোসা কোশের যে স্তর থাকে তাকে করোনা রেডিয়াটা বলে। 

24. ZP³ প্রোটিন মানুষের জননতন্ত্রের কোথায় দেখতে পাওয়া যায় ? 

উঃ ZP³প্রোটিন ডিম্বাণুর জোনা পেলুসিডা স্তরে দেখতে পাওয়া যায়। এটি শুক্রাণুগ্রাহকরূপে কাজ করে।

25. জার্মিনাল ভেসিকল কী? 

উঃ ডিম্বাণুর নিউক্লিয়াসকে জার্মিনাল ভেসিকল বলে।

26 .সেকেন্ডারি উসাইটের করোনা রেডিয়াটাস্থিত অ্যাসিড বস্তুটির নাম লেখো।

উঃ সেকেন্ডারি উসাইটের করোনা রেডিয়াটাস্থিত অ্যাসিড বস্তুটি হল হায়ালুরোনিক অ্যাসিড।

27 ওভিউলেশন কী? [WBCHSE Sample Question '16]

উঃ যে পদ্ধতিতে পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটে তাকে ওভিউলেশন বলে।

28. মেনার্কি কি ? *

উঃ রজঃস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলে।

29. ওভিউলেশনে সাহায্যকারী হরমোনের নাম লেখো। [WBCHSE Sample Question 18]

উঃ ওভিউলেশনে সাহায্যকারী হরমোন হল—ইস্ট্রোজেন ও LH

30. রজঃচক্রের কোন্ দশায় সবথেকে কম সময় লাগে? 

উঃ রজঃচক্রের ওভিউলেটারি দশায় সবথেকে কম সময় লাগে ।

31 রজঃচক্রের কোন্ দশায় ডিম্বাণু নিঃসরণ ঘটে?

উঃ রজঃচক্রের ওভিউলেটারি দশায় ডিম্বাণু নিঃসরণ ঘটে। 

32 .কোন্ হরমোনের অভাবে রজঃস্রাব শুরু হয়?

উঃ প্রোজেস্টেরনের অভাবে রজঃস্রাব শুরু হয়।

33. ডিসমেনোরিয়া কী? 

উ: অসহ্য যন্ত্রনাদায়ক রজঃস্রাবকে ডিসমেনোরিয়া বলে।

34. মেনোপজ কী? [WBCHSE 18]

উঃ রজঃস্রাব বন্ধ হওয়াকে মেনোপজ বলা হয়। 

35. শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি থেকে নিঃসৃত দুটি উৎসেচকের নাম লেখো।

উঃ হায়ালুরোনিডেজ ও অ্যাক্রোসিন উৎসেচকদ্বয় শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে নিঃসৃত হয়।

36 . শুক্রাণু নিঃসৃত কোন উৎসেচক ডিম্বাণুর করোনা রেডিয়াটাকে দ্রবীভূত করে?

উঃ হায়ালুরোনিডেজ।

37. পরিণত ডিম্বাণুর কোন্ অংশে বা স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক থাকে? 

উঃ পরিণত ডিম্বাণুর জোনা পেলুসিডা (এটি একটি কোশবিহীন গ্লাইকোপ্রোটিনের স্তর) স্তরে শুক্রাণু গ্রাহক থাকে। 

38. কটিকাল দানায় কি কি রাসায়নিক উপাদান থাকে?

উঃ প্রোটিন ও মিউকোপলিস্যাকারাইড। 

39 মানুষের স্ত্রীজননতন্ত্রের কোথায় নিষেক ঘটে? *[WBCHSE Sample Question18]

উ: মানুষের স্ত্রীজননতন্ত্রের ফ্যালোপিয়ান নালির ঊর্ধ্বপ্রান্তে অ্যাম্পুলাতে নিষেক ঘটে।

40. নিষিক্ত ডিম্বাণুর বিভাজনকে কী বলে? 

উ: নিষিক্ত ডিম্বাণুর বিভাজনকে ক্লিভেজ বলে।

41. ক্যাপাসিটেশন বা শুক্রাণুর যোগ্যতা অর্জনের একটি বৈশিষ্ট্য লেখো।

উ: সদ্য নির্গত শুক্রাণুর ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না, সাধারণত 5 থেকে 6 ঘণ্টা স্ত্রীজননাঙ্গে থাকার পর শুক্রাণুকে নিষিক্ত করার ক্ষমতা জন্মায়। 

42. নিষেক পর্দার গুরুত্ব কী?

উ: পলিস্পার্মি প্রতিরোধ করা।

43. ব্লাস্টুলার পরিধি বরাবর স্তরটিকে কী বলে?

উ: ব্লাস্টুলার পরিধি বরাবর স্তরটিকে ট্রোফোব্লাস্ট বলে এবং এই ট্রোফোব্লাস্টিক কোশসমূহে আঙুলের ন্যায় প্রবর্ধক দেখা যায়।

44. কোরিয়নিক ভিল্লি কী?

উ: ব্লাস্টোসিস্টের ট্রোফোব্লাস্টিক কোশসমূহের যে আঙুলের মতো প্রবর্ধক থাকে, তাকে কোরিয়নিক ভিল্লি বলে।

45. ব্লাস্টুলা ও গ্যাস্টুলার একটি প্রধান পার্থক্য লেখো। 

উ: ব্লাস্টুলা—মরুলা থেকে সৃষ্ট একস্তরবিশিষ্ট (ব্লাস্টোডার্ম) হয়। 

গ্যাস্টুলা—ব্লাস্টুলা থেকে সৃষ্ট ত্রিস্তরবিশিষ্ট (এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম) হয়।

46. ভ্রূণ যে তিনটি পর্দা দ্বারা আবৃত থাকে তাদের নাম লেখো

উঃ ভ্রূণ যে তিনটি পর্দা দ্বারা আবৃত থাকে সেগুলি হল—কোরিয়ন (বাইরের দিকে অবস্থিত), অ্যামনিয়ন (কোরিয়ন ও অ্যালানটয়েসের মাঝে অবস্থিত) ও অ্যালানটয়েস (ভিতরের দিকে থাকে)।

47. ভ্রূণ কোন্ দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়? *[WBCHSE Sample Question 14] 

উ: ভ্রূণ ব্লাস্টোসিস্ট (বা ব্লাস্টুলা) দশায় জরায়ু গাত্রে রোপিত হয়। 

48. ইমপ্লানটেশন কী? 

উ : যে পদ্ধতিতে নিষিক্ত ডিম্বাণু ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয়ে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের নির্দিষ্ট স্থানে শিথিলভাবে প্রতিস্থাপিত হয়, তাকে ইমপ্লানটেশন বলে। 

49. পরিণত ভ্রূণ কীসের সাহায্যে জরায়ুর প্রাচীর সংলগ্ন থাকে?

উ: পরিণত ভ্রুণ আম্বিলিক্যাল কর্ড দ্বারা জরায়ুর প্রাচীর সংলগ্ন থাকে। 

50. ভ্রূণের কোন কলাস্তর থেকে গোনাড (শুক্রাশয় ও ডিম্বাশয়) গঠিত হয়? 

উ: মেসোডার্ম।

51. অ্যাম্বিলিকাল কর্ড কী?

উ: ভ্রূণ যে সংকোচন ও প্রসারণশীল দড়ির মতো অংশ দিয়ে অমরার সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যাম্বিলিকাল কর্ড বলে।

52. এক্টোপিক প্রেগন্যান্সি কাকে বলে?

উঃ ভ্রূণ স্ত্রী জননতন্ত্রের জরায়ুতে রোপিত না হয়ে যদি অন্যত্র রোপিত হয়, তবে সেই প্রকার প্রেগন্যান্সিকে এক্টোপিক প্রেগন্যান্সি বলে। 

53. প্রসবসংকেত কী?

উ: ভ্রূণ ও অমরায় সৃষ্ট যে সংকেত প্রসব সূচনা করে তাকে প্রসব সংকেত বলে।

54.গর্ভাবস্থার হরমোন কাকে বলে? 

উঃ প্রোজেস্টেরন।

55. মানুষের গর্ভাবস্থার সময়কাল কত দিন?

উঃ মানুষের গর্ভাবস্থার সময়কাল প্রায় 280 দিন ( 9 মাস 10দিন)।

56. HCG এর পুরো নাম কী ?

HCG-এর পুরো নাম Human Chorionic Gonadotropin 

57. HCG কোথা থেকে ক্ষরিত হয়? *[WBCHSE [16]

উ. HCG (Human Chorionic Gonadotropin) নামক গ্লাইকোপ্রোটিন হরমোনটি প্লাসেন্টার কোরিওনিক ভিলাই থেকে ক্ষরিত হয়।

58. রিলাক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? [WBCHSE Sample Question 18] 

উঃ রিলাক্সিন হরমোন প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়।

59. প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন ঘটায় কোন হরমোন?

উ: প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন ঘটায় অক্সিটোসিন হরমোন।

60. আফটার বার্থ কী?

উঃ প্রসবের পর মাতৃদেহের জরায়ুগহ্বর মধ্যস্থ অমরা ও সন্নিহিত বহিঃভ্রুণ পর্দার নির্গমনকে আফটার বার্থ বলে।

61. ল্যাক্টোজেনিক হরমোনটির নাম লেখো। [WBCHSE [15]

উ: প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে দুগ্ধ উৎপাদন ও সঞ্চয় শুরু হয়, তাই প্রোল্যাকটিন হরমোনকে ল্যাক্টোজেনিক হরমোন বলে।

62* দুধের কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো।

উ: দুধের কোলোস্ট্রামে অ্যান্টিবডি-IgA থাকে।


B• সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান-2)

1. পুরুষ মানুষের গৌণ জননাঙ্গগুলি কী কী?[Tamluk Hamilton High School '14] 

উঃ পুরুষ মানুষের গৌণ জননাঙ্গগুলি হল - (i) শুক্রনালি; (ii) এপিডিডাইমিস; (iii) সেমিনাল ভেসিকল, (iv) নিক্ষেপন নালি; (v) প্রস্টেট গ্রন্থি, (vi) কাউপার গ্রন্থি। 

2. এপিডিডাইমিস কী? এটির কাজ লেখো। *[WBCHSE Sample Question 18] 

উ: মানুষের পুংজননতন্ত্রের অন্তর্গত প্রায় 6 মিটার দীর্ঘ যে নালিকার ঊর্ধ্বভাগ শুক্রাশয়ের ঊর্ধ্বমেরুতে ও শেষ প্রান্ত শুক্রনালির সঙ্গে যুক্ত থাকে সেই নালিকাকে এপিডিডাইমিস বলে। 

     কাজ : এপিডিডাইমিস শুক্রাণুকে সঞ্চিত করে রাখে এবং শুক্রাণুকে পুষ্টি প্রদান করে।

3. কাউপার গ্রন্থির কাজ কী? * [Midnapore Collegiate School 44] 

উঃ প্রস্টেট গ্রন্থির নীচে অবস্থিত কাউপার গ্রন্থি। কাউপার গ্রন্থির ক্ষরণ সংগমকালে মূত্রনালিকে পিচ্ছিল করে।

4. লেডিগের আন্তর কোশ কোথায় থাকে? এখান থেকে ক্ষরিত হরমোনের নাম লেখো। 

উ: লেডিগ আস্তরকোশের অবস্থান শুক্রাশয়ের প্রকোষ্টগুলিতে দুটি শুক্র উৎপাদক নালিকার মধ্যবর্তী অংশ হল স্টোমা নামক যোগকলা যেখানে অসংখ্য বৃহৎ আকৃতির লেডিগের আন্তর কোশ থাকে।

    লেডিগ আস্তরকোশ ক্ষরিত হরমোন হল - টেস্টোস্টেরন।

5. সারটোলি কোশের অবস্থান ও কাজ লেখো।

উ: সারটোলির কোশের অবস্থান—সারটোলির কোশ সেমিনিফেরাস নালির প্রাচীরে অবস্থান করে। 

কাজ : সারটোলির কোশ হল শুক্রাণুর পুষ্টি প্রদানকারী কোশ।

6. লেডিগ কোশ ও সারটোলি কোশ কী?

উঃ লেডিগ কোশ–শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলের মধ্যবর্তী স্থানে থাকা স্ট্রোমা নামক যোগকলায় যে অসংখ্য বৃহদাকৃতি বহুতলবিশিষ্ট কোশের সমাবেশ পরিলক্ষিত হয়, তাদের লেডিগ কোশ বলে।

সারটোলি কোশ— যে সকল কোশ সেমিনিফেরাস নালির প্রাচীরে অবস্থান করে তাদের সারটোলি কোশ বলা হয়। এই কোশকে পোষক কোশও বলা হয় কারণ এরা শুক্রাণুকে পুষ্টি জোগায়। 

7.সারটোলি কোশ ও লেডিগের আন্তরকোশের মধ্যে দুটি পার্থক্য লেখো।



8. ক্রিপ্টরকিডিজম কী?[WBCHSE Sample Question 18] 

উ: শুক্রাশয় উদরগহ্বর থেকে স্ক্রোটাম থলির মধ্যে নেমে না এলে সেই অবস্থাকে ক্রিপ্টরকিডিজম বলে। ক্রিপ্টরকিডিজমের ফলে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়।

9. স্ত্রী জননতন্ত্রের গৌণ যৌনাঙ্গগুলি কী কী?

উঃ স্ত্রী জননতন্ত্রের গৌণ যৌনাঙ্গগুলি হল- (i) ডিম্বনালি; (ii)জরায়ু, (iii) যোনি ও (iv) বার্থোলিন গ্রন্থি। 

10. ফ্যালোপিয়ান নালি কী? এর কাজ লেখো।' [WBCHSE [16]

উ: যে নালি জরায়ুর উভয়পাশ থেকে উৎপন্ন হয়ে ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে, তাদের ফ্যালোপিয়ান নালি বলে।

ফ্যালোপিয়ান নালির কাজ—ডিম্বাণু পরিবহন করা।

11. গ্রাফিয়ান ফলিকল কী? ইহার কাজ লেখো। 

উ: আদি ডিম্বথলি আয়তনে বৃদ্ধি পেয়ে যে পরিণত ডিম্বথলি গঠন করে সেটি হল গ্রাফিয়ান ফলিকল।

গ্রাফিয়ান ফলিকলের কাজ—ইস্ট্রোজেন হরমোন গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন