UNIT-1 জীবের বৈচিত্র্যতা

 CLASS :- XI   [ WBBSE SYLLABUS]

SUB:- BIOLOGY SUGGESTIONS    

PREPARED BY:- SANTIGOPAL DAS                                     


UNIT-1জীবের বৈচিত্র্যতা:- 


    অধ্যায়:-1 জীবনের বিজ্ঞান


A.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান-2)


 1.জীবের সজীবতার বৈশিষ্ট্যগুলি লেখো। (XI-08)


B.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3)


★★ 1. জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। (XI-12) গামা বৈচিত্র্য বলতে কী বোঝো? (Model Activity Task) 2+1

2. পরিস্ফুরণ বলতে কী বোঝো? উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে? 2+1

3. হোমিওস্ট্যাসিস কী? এটি সজীব উপাদানের আবশ্যিক বৈশিষ্ট্য কেন? 2+1


************//////////*********////**********//////****************/////


অধ্যায় 2:- ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স


A• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-2)


1. ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। (Modal Activity Task)

2. ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে?

★ 3. ট্যাক্সন কাকে বলে? উদাহরণ দাও। (XI-10,06)

★★ 4. ক্যারোলাস লিনিয়াস রচিত দুটি পুস্তকের নাম লেখো।(XI-16)

5. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? (XI-18,11,09

★ 6. জীববিদ্যায় বৈজ্ঞানিক নামের গুরুত্ব লেখো। (XI-10,06)

** 7. হোমোনিম ও সিনোনিম কী? ( XI-19

৪. হলোটাইপ ও আইসোটাইপ কী? 

9. প্রজাতির সংজ্ঞা দাও। (XI-13) 

10. প্রজাতির দুটি বৈশিষ্ট্য লেখো।

★ 11. উপপ্রজাতি (Subspecies) ও ডিম (Deme) কী? 1+1 

12. জৈবিক প্রজাতি (Biological Species) বলতে কী বোঝো?

★ 13. ICBN [সংসদ প্রদত্ত প্রশ্ন ]ও ICZN-এর সম্পূর্ণ নাম লেখো। 1+1

14. টাইপ স্পেসিমেন কী ? 

15. ত্রিপদ নামকরণ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।

16. দ্বিবিভাজন নির্দেশিকা (Dichotomous key) কী? (XI-07) 

17. ব্র্যাকেটেড ও ইনডেনটেড কি (Key) কী? এর পার্থক্য

নির্ণয় করো। ( XI-09). [1+1]


[B ]:-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :. [প্রতিটি প্রশ্নের মান-3)


1. লিনিয়াসের হায়ারার্কির ধাপগুলি উল্লেখ করো। সিবলিং প্রজাতি কাকে বলে? উদাহরণ দাও।

★★ 2. দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? [XI-13,11] দ্বিপদ নামকরণের গুরুত্ব লেখো। [XI-09]

★★★3. দ্বিপদ নমকরণের গুরুত্বপূর্ণ নিয়মাবলিগুলি উল্লেখ করো। [XI-14,13,07]

 4. জীবের নামকরণে ‘অগ্রাধিকার আইন’ কাকে বলে? উদাহরণসহ অগ্রাধিকার আইন ব্যাখ্যা করো। [HS-04] 1+2

5. ট্যাক্সোনমিক নির্দেশিকা (Taxonomic Key)-এর সংজ্ঞা দাও। যে-কোনো এক প্রকার 'Key' ব্যাখ্যা করো। (XI-12)1+2


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::=======::::::::::::::::::::::::::


        অধ্যায় :- 3 জীবের শ্রেণীবিন্যাস 


A• অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : - [প্রতিটি প্রশ্নের মান -1]


1. নিউক্লিওয়েড বা জেনোফোর কী?

★ 2. প্লাসমিড কী?

3. মাইকোপ্লাজমা কী?

★★★ 4. ছত্রাকের কোশপ্রাচীরে উপস্থিত মুখ্য রাসায়নিক পদার্থের নাম লেখো। [ সংসদ নমুনা প্রশ্ন]

★★ 5. অণুসূত্র বা হাইফা কী? (XI-18)

6. হস্টোরিয়াম কী?

7. রাইজোমর্ফ বলতে কী বোঝো?

★★ ৪. লাইকেনের ছত্রাক দেহকে কী বলা হয়?

9. ক্রাস্টোজ লাইকেন কী?

★★ 10. ভিরিয়ন কী?

11. T, ব্যাকটেরিওফাজে উপস্থিত নিউক্লিক অ্যাসিডটি কী ধরনের? [HS-13]

12. একটি একতন্ত্রী DNA-যুক্ত ভাইরাসের নাম লেখো।

13. একটি ক্যাপসিড যুক্ত ভাইরাসের নাম লেখো।

14. লিপোভাইরাস কী ? [HS-13]

15. এন্ডোস্পোর কী?

16. প্যারাজোয়া কী? [HS-02]

17. হাইড্রার দেহগহ্বরকে কী বলা হয়?

18. র‍্যাডুলা কী?

★ 19. তারামাছের গমনাঙ্গের নাম কী?

20. বুক লাং ও বুক গিল কোন্ কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ? [HS-'04]

21. অ্যাম্ফিঅক্সাস কোন্ পর্বের অন্তর্ভুক্ত প্রাণী?

22. কোন্ পর্বের প্রাণীদের দেহে রেট্রোগেসিভ মেটামরফোসিস দেখা যায়?

23. মারসুপিয়াম কী? (Model Activity Task)

★★ 24. ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।

[সংসদ নমুনা প্রশ্ন |Model Activity Task |HS-08]

★ 25. হার্বেরিয়াম কী? (Model Activity Task)  


B• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান 2]


1. ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক কোশযুক্ত বলা হয় কেন?

★ 2. ব্যাকটেরিয়া কোশে নিম্নলিখিত অংশগুলির অবস্থান এবং কাজ লেখো :

(a) মেসোজোম, (b) নিউক্লিওয়েড, (c) ফ্ল্যাজেলা, (d) পিলি। [HS12]

3. ক্যাপসুল কী? ব্যাকটেরিয়ার কোশে ক্যাপসুলের ভূমিকা কী?

4. F-প্লাসমিড ও R প্লাসমিডের কাজ লেখো।

5. পেরিট্রিকাস ব্যাকটেরিয়া কাকে বলে? উদাহরণ দাও।

6. একটি কেমোহেটারোট্রফিক ও একটি কেমোঅটোট্রফিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।

★ 7. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? উদাহরণ দাও।

৪. ক্ল্যামাইডোরেণু কাকে বলে? একটি উদাহরণ দাও।

9. ব্যাকটেরিয়া ও নীলাভ-সবুজ শৈবালের মধ্যে সাদৃশ্য লেখো।

10. অ্যান্টিবায়োটিক ও ভিটামিন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার একটি করে উদাহরণ লেখো। [HS-13,11,07]

11. ক্ষণপদ ও সিলিয়া গমনাঙ্গযুক্ত দুটি প্রোটিস্টার বিজ্ঞানসম্মত নাম লেখো।

★★★ 12. মোনেরা ও প্রোটিস্টার মধ্যে দুটি পার্থক্য লেখো।[ সংসদ নমুনা প্রশ্ন]

★ 13. মাইকোরাইজা কী?

★★ 14. লাইকেনের দুটি গুরুত্ব লেখো।

15. লাইকেনের দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। 

16. লাইকেন ও ছত্রাকের মধ্যে দুটি পার্থক্য লেখো।

17. ভাইরাস কী? [HS-02,00]

18. একটি দ্বিতন্ত্রী RNA ভাইরাস ও একটি একতন্ত্রী RNA ভাইরাসের উদাহরণ দাও।

★ 19. একটি DNA ভাইরাস ও একটি RNA ভাইরাসের নাম লেখো। [HS-04.02].

20.ভাইরাসকে অকোশীয় বলা হয় কেন?

★ 21. ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় বলা হয় কেন?

* 22. ক্যাপসোমিয়ার ও পেলপোমিয়ার কী?

★ 23. প্রোফাজ কী? [HS-14] কোন প্রকার ফাজ ভাইরাসে এটি দেখা যায়?

24. লাইসোজেনিক চক্র কাকে বলে? উদাহরণ দাও। 

25. লাইটিক ও লাইসোজেনিক চক্রের পার্থক্য লেখো।

26. TMV-এর চারিত্রিক প্রতিসাম্যতা উল্লেখ করো। [HS-10]

27. ভাইরাস ও ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্য পার্থক্যগুলি লেখো। [HS-02,00]

★★ 28, ভাইরয়েড কী? একটি উদাহরণ দাও। [XI-19,16

29. ভাইরাস ও ভাইরয়েডের মধ্যে পার্থক্য লেখো।

*** 30. ব্রায়ফাইটাকে ‘উদ্ভিদ জগতের উভচর' বলা হয় কেন? [XI-15,13,10,07 |সংসদ নমুনা প্রশ্ন| Model Activity Task]

31. টেরিডোফাইটা উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো এবং একটি উদাহরণ দাও। [XI-14,11|Model Activity Task]

32. একটি দ্বিস্তরবিশিষ্ট ও একটি ত্রিস্তরবিশিষ্ট প্রাণীর উদাহরণ দাও।

* 33. সিলোম কাকে বলে? উদাহরণ দাও ।

** 34. সিউডোসিলোমেটা প্রাণী কাদের বলে? ছদ্মসিলোমবিশিষ্ট একটি প্রাণীর নাম লেখো।

★ 35. আসিলোমেট কাদের বলে? উদাহরণ দাও।

36. সিলোমের গুরুত্ব লেখো।

37. প্রতিসাম্যতা কী? অরীয় এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো।

38. প্রোটোস্টোম ও ডিউটেরোস্টোম কাকে বলে?

39. প্রোটোজোয়া গোষ্ঠীর অন্তর্গত দুটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো।

★ 40. অস্ট্রিয়া এবং অসকিউলাম কী?

★★ 41. হাইড্রা যে পর্বের অন্তর্ভূক্ত তার দুটি বৈশিষ্ট্য লেখো। (XI-15)

★ 42. নিডোব্লাস্ট কী? এর কাজ লেখো।

★ 43. কোয়ানোসাইট ও কলোব্লাস্ট কোশ কোন পর্বের প্রাণীতে দেখা যায় ?

44. নিডারিয়া ও টিনোফোরার মধ্যে দুটি পার্থক্য লেখো।

★ 45. প্ল্যাটিহেলমিনথিস পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। এই পর্বের অন্তর্গত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

★ 46. ফ্লেম কোশ কী? এর কাজ লেখো।

47. মেটামিয়ার কী? কেঁচোর গমনাঙ্গের নাম কী?

48. আর্থ্রোপোডা পর্বের যে-কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো।

49. অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের মধ্যে পার্থক্য লেখো।

50. বোজানাসের অঙ্গ দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে? এর কাজ কী? [HS-12]

51. সিলভার ফিশ যে পর্বের অন্তর্গত, সেই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। [XI-14]

52. পরিফেরা ও একাইনোডারমাটা পর্বগুলির এই জাতীয় নামকরণ কেন হয়েছে? 

★ 53. প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন কোন পর্বের প্রাণীদের দেহে পরিলক্ষিত হয়? (i) স্পঞ্জোসিল, (ii) ম্যান্টল, (iii) হিমোসিল, (iv) গ্যাস্ট্রোভাস্কুলার নালি। [HS-13]

★ 54. প্রদত্ত প্রাণীগুলি কোন্ পর্বভুক্ত লেখো (i) Obelia sp., (ii) Cavia sp., (ii) Pila sp., (iv) Bombyx sp. [HS-07]

★★★ 55. প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন্ কোন্ পর্বের প্রাণীদের দেহে পরিলক্ষিত হয়? –

(a) ক্যানাল সিস্টেম, (b) জলসংবহনতন্ত্র, (c) কোম্বপ্লেট, (d) গলবিলীয় ফুলকাছিদ্র। [HS-12,07]

56. নোটোকর্ড কী?

57. উপপর্ব ইউরোকর্ডাটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উদাহরণ দাও। [HS-13,09]

58. টিউনিকেটা কাদের বলা হয়? উদাহরণ দাও।

59. নিওটেনি ও পিডোজেনেসিস কী?

60. তিনটি অমেরুদণ্ডী কর্ডাটার বিজ্ঞানসম্মত নাম লেখো। [HS:00]

★★ 61. ফাইলাম কর্ডাটার অন্তর্ভুক্ত সুপারক্লাস অ্যাগনাথার দুটি নির্ণায়ক বৈশিষ্ট্য লেখো। [XI-17] [HS-13) 

★★ 62. অ্যাগনাথা ও ন্যাথোস্টোমাটা-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

63. উপপর্ব ভার্টিব্রাটার দুটি প্রধান বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। [HS-13]

64. প্রোটোকর্ডাটা কী? [HS-02]

65. ক্যাট ফিশ ও হ্যাগ ফিশ কোন পর্ব বা শ্রেণির অন্তর্গত, তাদের একটি করে প্রধান বৈশিষ্ট্য লেখো। [HS-00]

66. ক্যাটলফিশ, ডগফিশ, ক্লে ফিশ কোন্ কোন্ ফাইলাম বা শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণী? [HS-00 ]

**67. অ্যাম্ফিবিয়া শ্রেণির দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। উদাহরণ দাও। [HS- 08,05 04.02]

68. তিমিকে স্তন্যপায়ী শ্রেণির অন্তর্ভুক্ত করা হয় কেন? 

** 69. মেটাথেরিয়া ও ইউথেরিয়া-এর মধ্যে দুটি পার্থক্য লেখো। [XI-15]

70. উপশ্রেণি প্রোটোথেরিয়ার দুটি বৈশিষ্ট্য ও এই উপশ্রেণির অন্তর্গত একটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো। 

★ 71. "বাদুড় পাখি নয় বরং স্তন্যপায়ী"- উপযুক্ত ব্যাখ্যা দাও। [HS-04]

★ 72. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন্ পর্ব বা শ্রেণির প্রাণীদেহে পাওয়া যায় তা উল্লেখ করো। (i) মধ্যচ্ছদা, (ii) ভেলিজার লার্ভা দশা, (iii) কীল নামক অস্থি, (iv) কলোব্লাস্ট।

73. মনোট্রিমাটা কাদের বলে ও কেন? একটি উদাহরণ দাও।


D• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-3]


1. উদাহরণসহ মোনেরা রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 

* 2. উদাহরণ সহযোগে তাপ সংবেদনশীলতা অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ করো। [ HS-13, 10]

3. ফ্ল্যাজেলার উপস্থিতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো। দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।

* 4. পুষ্টিপদ্ধতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ করো। [HS-14/08]

5. রঞ্জিতকরণ ধর্ম অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ করো।

 6. উদাহরণসহ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য লেখো। [HS-04] ব্যাকটিরয়েড কী?

7. উপযুক্ত চিত্রসহযোগে ব্যাকটেরিয়ার অঙ্গসংস্থানিক শ্রেণিবিন্যাস সারণিবন্ধ করো। [HS -07]

★ 8. ব্যাকটেরিয়ার কনজুগেশন, ট্রান্সফরমেশন [XI-06], ট্রান্সডাকশন কাকে বলে?

9. কনজুগেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া কীভাবে জনন সম্পন্ন করে ?

10. ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। [HS-12]

11. ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে দুটি বৈসাদৃশ্য ও একটি সাদৃশ্য লেখো। 

** 12. ছত্রাক রাজ্যের যে-কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ছত্রাকের উদাহরণ দাও। [XI-'17,'12,06 \HS-'05,03]

★★ 13. ডিউটেরামাইসেটিস শ্রেণির ছত্রাককে ‘ফানজি ইমপারফেক্টি’ বলে কেন? ফাইকোমাইসেটিস ও অ্যাসকোমাইসেটিস গ্রুপের ছত্রাকের মধ্যে যে-কোনো দুটি পার্থক্য লেখো। [ XI-19 ]

14. লাইকেন কী? থ্যালাসের প্রকৃতি অনুযায়ী লাইকেনের শ্রেণিবিন্যাস করো।

15. ভাইরাসের বৈশিষ্ট্যগুলি লেখো। [HS-04]

16. ব্যাকটেরিওফাজ কী? একটি T, ব্যাকটেরিওফাজের চিহ্নিত চিত্র অঙ্কন করো। [HS-10]

17. TMV-এর গঠন উপযুক্ত চিত্র সহকারে বর্ণনা করো। [HS-13]

18. T2 ফাজ ভাইরাসের জনন প্রক্রিয়াটি শব্দচিত্রের সাহায্যে সংক্ষেপে বিবৃত করো। [HS-11]

★ ★ 19. ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের যে-কোনো চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়োফাইটের উদাহরণ দাও।   [XI-18 ,15, 08\ Model Activity Task\HS-404,02 ]

★ 20. পরিফেরা পর্বের যে-কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। এই পর্বের যে-কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।        [HS-'04 ]2+1

21. পলিপ ও মেডুসা বলতে কী বোঝো? ভার্টিব্রাটা উপপর্বের একটি চোয়ালবিহীন প্রাণীর নাম লেখো। 

★ 22. টিনোফোরা পর্বের চারটি বৈশিষ্ট্য লেখো। এই পর্বের যে-কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো

23. নেফ্রিডিয়া, নিডোব্লাস্ট কোশ ও ল্যাসোকোশ (কলোব্লাস্ট কোশ) কী? 

★ 24. গোলকৃমি কোন্ পর্বের অন্তর্গত? এই পর্বের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। [HS-04]

★★ 25. অ্যানিলিডা পর্বের যে-কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখো ও এই পর্বের একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।        [ HS-'13,10,'06, 05,03,'01,00]

★★ 26. আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী? উক্ত পর্বের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। [HS-01]

★★ 27. মোলাস্কা পর্বের প্রাণীদের চারটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এই পর্বের অন্তর্গত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।          [XI-'18\ HS-'06,'05,'03,'02,00]

** 28. একাইনোডারমাটা পর্বের যে-কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এই পর্বের যে-কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। [XI-17]

★★ 29. প্রদত্ত প্রাণীদের পূর্ব উল্লেখ করো : স্টারফিশ, জোঁক, জেলিফিশ, অক্টোপাস। [HS 05,00 ]

★ 30. পর্ব হেমিকর্ডাটার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। এই পর্বের অন্তর্গত দুটি প্রাণীর নাম লেখো।

★ 31. সেফালোকর্ডাটার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি উদাহরণ দাও। [HS-12,09]

32. হেমিকর্ডাটা সেফালোকর্ডাটার চারটি বিপরীতধর্মী

বৈশিষ্ট্য উল্লেখ করো। [HS-14]

* 33. কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। [HS-03,01] হেমিকর্ডাটাকে কেন অমেরুদণ্ডীর মধ্যে অন্তর্ভূক্ত করা হয়?

★★★ 34. সমস্ত মেরুদণ্ডীই কর্ডাটা কিন্তু সমস্ত কর্ডাটা মেরুদণ্ডী নয়’ – উদাহরণসহ ব্যাখ্যা করো। 

অনুরূপ প্রশ্ন : “অ্যাম্ফিঅক্সাস কর্ডাটা হলেও মেরুদণ্ডী নয়।” – ব্যাখ্যা করো। [HS-03]

35. ন্যাথোস্টোমাটার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এর একটি উদাহরণ দাও। [HS-10,03]

* 36. শ্রেণি কনড্রিকথিসের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখে এই শ্রেণির অন্তর্গত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো । [HS-13,09,03]

★★ 37. উদাহরণসহ কনড্রিকথিস ও অসটিকথিসের মধ্যে পার্থক্য লেখো। [XI-20,16,14]

38. অস্টিকথিস-এর দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো এবং এই শ্রেণির অন্তর্গত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

★★ 39. রেপটিলিয়া শ্রেণির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। যে-কোনো একটি সরীসৃপের বিজ্ঞানসম্মত নাম লেখ ।

40. অ্যাভিস শ্রেণির কয়েকটি গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। পায়রা ও কাকের বিজ্ঞানসম্মত নাম লেখো।

★★ 41. ম্যামালিয়া শ্রেণির তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখো (দুটি বহিঃঅঙ্গস্থানিক ও একটি অভ্যন্তরীণ)। (Model Activity Task)

42. উদাহরণসহ পক্ষী ও স্তন্যপায়ী শ্রেণির পার্থক্য উল্লেখ করো। [HS-05]

43. ইউথেরিয়ার মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি উদাহরণ দাও। [HS-12]

★ 44. নিম্নলিখিত প্রাণীগুলির শ্রেণির নাম লেখো : (i) তিমি, (ii) পেঙ্গুইন, (iii) কুমির, (iv) স্যালামান্ডার, (v) সমুদ্রঅশ্ব, (vi) সাপ, (vii) বাদুর, (viii) কাক, (ix) হাঙর, (x) ব্যাং, (xi) কচ্ছপ, (xii) ললিগো, (xiii) সি-মাউস। [HS-06, 04,03]
















একটি মন্তব্য পোস্ট করুন