UNIT- 4 PLANT PHYSIOLOGY ( উদ্ভিদ শারীরবিদ্যা) [অধ্যায় 9 -11]

অধ্যায় 9: উদ্ভিদের পরিবহন 

A• অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন ( প্রতিটি প্রশ্নের মান 1) 

** 1. ফিকের ব্যাপন সূত্র কী?

2. আণবিক গুরুত্বের সঙ্গে ব্যাপনের হারের সম্পর্কটি লেখো।

3. বড়ো অণুগুলির কোশপর্দায় অবস্থিত  ব্যাপনে  সাহায্যকারী বাহক প্রোটিনের নাম লেখো।

★ 4. সহায়ক ব্যাপন কী?

5. দুটি আয়নের বিপরীতমুখী পরিবহণকে কী বলে?  

★★ 6. সহায়ক ব্যাপনে কোশপদাস্থিত প্রোটিন বাহক ব্যবহৃত হয়। — তথাপি একে নিষ্ক্রিয় পরিবহণ বলা হয় কেন? (XI-'19)

7. কোন্ প্রক্রিয়ার মাধ্যমে জীবিত কোশে O, এবং CO,পরিবহণ ঘটে?         (XI-08)

8. ‘গাঢ়ত্বের নতিমাত্রার বিপক্ষে সক্রিয় পরিবহণে ATP-এর প্রয়োজন হয়'। যুক্তিটি সত্য না মিথ্যা যাচাই করো। (XI-’06)

★★ 9. সক্রিয় শোষণ কাকে বলে? (XI-18 )

10. সক্রিয় শোষণে ATP ব্যবহৃত হয়। - বক্তব্যটি ‘ঠিক না ভুল’? (XI-'12)

★★ 11. প্লাজমোডেসমাটার মাধ্যমে কোশগুলির মধ্যে যে

পরিবহণ পথ গঠিত হয় তার নাম লেখো। (XI-14 ) 

12. নিঃস্রাবণ বা Guttation কী?

13. জলপত্ররন্দ্র কী?

14. উইলটিং বা অবনমন কাকে বলে?

15. কোন্ যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার নির্ণয় করা হয়? 


B• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)

1. ব্যাপন কাকে বলে?   (XI-11)

★ 2. উদ্ভিদদেহে ব্যাপনের দুটি গুরুত্ব লেখো।

★★ 3. সিমপোর্ট ও অ্যান্টিপোর্ট বলতে কী বোঝো?

★ 4. সক্রিয় পরিবহণ বলতে কী বোঝো?  (XI-10)

5. নিষ্ক্রিয় পরিবহণের দুটি বিশেষ বৈশিষ্ট্য লেখো। (XI-13)

★ 6. নিষ্ক্রিয় শোষণ কাকে বলে?   (XI-11)

7. অ্যাপোপ্লাস্ট ও সিমপ্লাস্ট কী?    (XI-20)

★★ 8. অ্যাপোপ্লাস্ট ও সিমপ্লাস্ট-এর মধ্যে পার্থক্য লেখো।

★ 9. বাষ্পমোচন বা প্রস্বেদন কাকে বলে? ( HS-’03,02,00)

★ 10. উদ্ভিদের কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটিকে ‘প্রয়োজনীয় ক্ষতিকর’ (necessary evil) বলা হয় এবং কেন?

11. ইন্দ্রিয়গ্রাহ্য ও অতি ইন্দ্রিয় বাষ্পীভবন-এর মধ্যে পার্থক্য করো। (HS-13)

12. পত্ররন্ধ্র ও জলপত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য লেখো। (HS-'00)

13. বাষ্পমোচন ও নিঃস্রাবণের মধ্যে দুটি পার্থক্য লেখো।    (XI-'18)

14. নিঃস্রাবণ দেখা যায় এইরূপ দুটি উদ্ভিদের নাম লেখো।


C• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন ( প্রতিটি প্রশ্নের মান 3) 


★★★ 1. সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহণের তিনটি পার্থক্য লেখো। [XI-06]

2. কোশের সক্রিয় পরিবহণের পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। [XI-09,07]

★★ 3. উদ্ভিদদেহে শোষণের গুরুত্ব লেখো। [XI-15] উদ্ভিদদেহে গ্যাসের ব্যাপন কোন্ কোন্ অঙ্গের মাধ্যমে ঘটে?

4. মূলরোম দ্বারা জল শোষণের তিনটি পথ উল্লেখ করো।

★★ 5. মূলরোম দ্বারা জল শোষণ প্রক্রিয়ার সম্পর্কে একটি টীকা লেখো। [XI-17 ]

6. প্রস্বেদন কয় প্রকার ও কী কী? [HS-00]

7. বাষ্পমোচনের গুরুত্ব লেখো।

৪. একটি সহজ পরীক্ষার সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। [HS-03 ,00)

9. অ্যান্টিট্রান্সপিরেন্ট বলতে কী বোঝো? উদাহরণসহ লেখো।


D• দীর্ঘ উত্তর ধর্মের প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 5) 


★★ 1. ব্যাপন ক্রিয়ার ওপর প্রভাব বিস্তারকারী শর্তগুলি লেখো। [XI-09,07]

★★ 2. পত্ররন্ধের উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া সম্পর্কিত K+- ম্যালেট তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। [XI-18,]

3. পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ার ক্ষেত্রে শ্বেতসার-শর্করা মতবাদটি ব্যাখ্যা করো। XI-20

★ 4. বাষ্পমোচনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবকগুলির ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। [HS-06, 03] 


************************************************************************************


অধ্যায় 10 : উদ্ভিদ ও খনিজ পুষ্টি 


A• অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1) 

* 1. কোন্ মৌলিক উপাদানটি শ্বসন শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 

*** 2. একটি অতিমাত্রিক ধাতব মৌলের নাম লেখো যা ক্লোরোফিলের অন্যতম উপাদান। সংসদ নমুনা প্রশ্ন 

3. কোন্ মৌলের অভাবে উদ্ভিদের ‘হার্ট রট’ রোগটি হয়? 

4. উদ্ভিদদেহে ক্যালশিয়ামের অভাবজনিত লক্ষণ লেখো।

5. হাইড্রোপনিক্স-এ ব্যবহৃত দুটি পুষ্টি মাধ্যমের নাম লেখো।


B• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)  

1. স্বল্পমাত্রিক মৌল কাকে বলে? |HS-’06

2. ট্রেস এলিমেন্ট কাকে বলে? উদাহরণ দাও। HS-03

3. ক্রিটিকাল এলিমেন্ট কাকে বলে? উদাহরণ দাও।

★★ 4. উদ্ভিদদেহে অত্যাবশ্যক পরিপোষকের দুটি ভূমিকা উল্লেখ করো। XI-’19

★ 5. ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্ট-এর মধ্যে পার্থক্য লেখো। HS-00

★ 6. NPK কী?

7. উদ্ভিদদেহে নাইট্রোজেনের ভূমিকা ও অভাবজনিত লক্ষণগুলি লেখো।

৪. জিংক ও বোরনের একটি করে অভাবজনিত লক্ষণ লেখো।

9. উদ্ভিদদেহে ম্যাগনেশিয়ামের একটি কাজ ও একটি অভাবজনিত লক্ষণ উল্লেখ করো।

★★ 10. ক্লোরোসিস নেক্রোসিস-এর  মধ্যে পার্থক্য লেখো। XI-'15

★★★ 11. খনিজ মৌলের বিষক্রিয়া বলতে কী বোঝো? XI-15

★★★ 12. জলচাষ (Hydroponics) বলতে কী বোঝো?

XI-18 সংসদ নমুনা প্রশ্ন

★★ 13. হাইড্রোপনিক্সের দুটি প্রয়োগ উল্লেখ করো। সংসদ নমুনা প্রশ্ন 


C• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 3) 

★ 1. লৌহের কাজ ও অভাবজনিত লক্ষণ লেখো।

★★ 2. উদ্ভিদদেহে ফসফরাস ও পটাশিয়ামের অভাবজনিত লক্ষণগুলি লেখো। এরোপনিক্স কী?

*** 3. হাইড্রোপনিক্স বা জলচাষের সুবিধা  ও অসুবিধাগুলি লেখো।   X1-19 সংসদ Website প্রশ্ন


D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান-5]

* 1. উদ্ভিদের যে-কোনো তিনটি অতিমাত্রিক মৌলের কাজ ও অভাবজনিত লক্ষণ সারণি আকারে উল্লেখ করো।

2. উদ্ভিদের যে-কোনো তিনটি স্বল্পমাত্রিক মৌলের কাজ ও অভাবজনিত লক্ষণ সারণি আকারে উল্লেখ করো। 

**********""""""""""""**********************************************************"**************"

       অধ্যায় 11 : শ্বসন


A• অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 1) 

1. শ্বসন কাকে বলে? HS-00

2. শটন কী?

3. গ্লুকোজকে শ্বসনের আরম্ভবিন্দু বলে কেন?

★ 4. EMP পথ কোথায় ঘটে?

★ 5. এক মোল গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কত মোল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? XI- 09

6. গ্লাইকোলাইসিসে কত অণু ATP উৎপন্ন হয়?

7. ফসফোরাইলেশন কী?   XI-13

৪. অক্সিডেটিভ ফসফোরাইলেশনে প্রান্তীয় H+ গ্রাহকের নাম লেখো।

★★ 9. ক্রেবস চক্র কোশের কোথায় সংঘটিত হয়?      XI-'13,10,'07

10. TCA সাইকেল-এর পুরো কথাটি কী? HS-02

11. ক্রেবস-এর অম্লচক্রের প্রতিটি আবর্তে কটি ATP অণু উৎপন্ন হয়? XI-12

12. ক্রেবসচক্রে 1 অণু গ্লুকোজ থেকে কত অণু ATP উৎপন্ন হয়?

★★★ 13. ইলেকট্রন সংবহনতন্ত্র (ETS) কোশের কোন্ অংশে সংঘটিত হয়? XI-14

★★ 14. FADH² থেকে কত অণু ATP তৈরি হয়? XI-15

15. 1 অণু NADH + H+ থেকে কত অণু ATP উৎপন্ন হয়?

16. RQ-এর সম্পূর্ণ নাম লেখো।

17. কখন RQ-এর মান  অসীম হয়?

★★ 18. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 


B• সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান 2)  

1. শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন?

2. বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লেখো। HS-'04

★ 3. শ্বসন বস্তু কাকে বলে? উদাহরণ দাও?  XI-10

4. সবাত শ্বসন কী? HS-06

5. অবাত শ্বসনের সংজ্ঞা দাও। HS-06

6. গ্লাইকোলাইসিস কাকে বলে?  HS-02, 01

7. গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন?

৪. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার তাৎপর্য উল্লেখ করো। XI-'17,'11,'09

9. পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বলতে কী বোঝ?

** 10. অ্যাম্ফিবোলিক পথ কাকে বলে? এটির একটি উদাহরণ দাও। XI-16

★★ 11. ক্রেবস চক্রকে ‘অ্যাম্ফিবোলিক পথ' বলা হয় কেন?XI-'18

* 12. কোন রক্তকোশে ক্রেবস-এর চক্র সাধিত হয় না এবং কেন হয় না? XI-12

★ 13. ক্রেবস চক্রকে ‘TCA চক্ৰ’ বলে কেন? XI-07

★ 14. ক্রেবস চক্রে কত অণু জল এবং CO2 উৎপন্ন হয়? XI-'13

★ 15. TCAচক্রের কোন্ কোন্ বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন ঘটে? XI-'19

★★★ 16. অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে?   XI-'15,'11,'09,'07 

★ 17. সাইট্রিক অ্যাসিড চক্র কাকে বলে? [HS-04

★ 18. ETS বা প্রান্তীয় শ্বসন কাকে বলে? XI-12

★★★ 19. ETS-এর তাৎপর্য বা গুরুত্ব লেখো। XI-19

★ 20. ETS-এ ব্যবহৃত সাইটোক্রোম বাহকগুলির অবস্থান ও নাম পর্যায়ক্রমে লেখো। কোন্ সাইটোক্রোম বাহকে সাংগঠনিক মৌল হিসেবে লোহা ও তামা থাকে? 

21. ইলেকট্রন পরিবহণতন্ত্রে ATP সিন্থেজ-এর ভূমিকা কী? XI-'09

22. সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো।  HS-'00

★ 23. ক্ষয়পূরণ বিন্দু বা পূর্তিবিন্দু (Compensation point) কাকে বলে? XI-13 HS-06

24. নির্বাপন বিন্দু / লুপ্ত বিন্দু / Extinction point কাকে বলে?


C• সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান-3]

1. বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন কাকে বলে? HS-06

★ 2. ক্রেবস চক্রের তাৎপর্য লেখো। XI-08

★ 3. গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের পার্থক্য লেখো। XI-07

4. ক্রেবস চক্রকে বিপাকের অন্তিম পর্যায় বলা হয় কেন?

5. সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলে? উদাহরণ দাও। XI-13, 12

** 6. পরিপোষকের শ্বসন অনুপাত (RQ) বলতে কী বোঝো? XI-14, 08 , RQ-এর দুটি তাৎপর্য লেখো।  HS-14


D• দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন :[প্রতিটি প্রশ্নের মান-5]

★★★ 1. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি একটি ছকের সাহায্যে দেখাও। XI-19 17, 15, 13, 11,08,06 ,সংসদ Website প্রশ্ন ,HS-04,02

★★★ 2. ইলেকট্রন ট্রান্সফার পদ্ধতি [ETS] বা ইলেকট্রন পরিবহণ তন্ত্রের একটি রূপরেখা দাও। XI-11,08,06

★★★3• শব্দ ছকের সাহায্যে ক্রেবস চক্র টি উপস্থাপন করো। XI- 20,18,16

4. শব্দ চিত্রের মাধ্যমে C⁴ চক্রটি দেখাও। XI-16,14



একটি মন্তব্য পোস্ট করুন