H.S. BIOLOGY QUESTION– 2019

 H.S. BIOLOGY QUESTION– 2019


                      Part - A [Marks : 52]


1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)       2×5= 10

a) কোলোস্ট্রাম কী? এতে উপস্থিত যেকোনো একটি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডির নাম লেখো।           1+1

(b) একটি অটোজোমীয় বংশগত রোগের উদাহরণ দাও। এর কারণ কী?                                         1+1

অথবা, ইনট্রন ও এক্সন বলতে কী বোঝো?

(c) ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো।

অথবা, মেটাস্ট্যাসিস বলতে কী বোঝো?

(d) এন্ডোনিউক্লিয়েজ কী? রেসট্রিকশন সাইট কাকে বলে?

(e) এক্স-সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও। একটি উদাহরণ দাও।

অথবা, যানবাহনকৃত বায়ুদূষণ নিয়ন্ত্রণের দু’টি উপায় উল্লেখ করো। 

2• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।                     3x9 = 27

(a) দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রুণ গঠন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। 

অথবা, সারটোলি কোশ কী? শুক্রাণু অপসারণ (spermiation) বলতে কী বোঝো?                 1+2

(b) হার্ডি-উইনবার্গের মূলনীতিটি বিবৃত করো। জিনপুল বলতে কী বোঝো?                                                  1+2

(c) ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক দশার ধাপসমূহ সংক্ষেপে বর্ণনা করো।         

 অথবা, m-RNA, t-RNA এবং r RNA-এর কাজগুলি লেখো। 

(d) টিকাকরণ (Vaccination) বলতে কী বোঝো? টাইফয়েড রোগের কারণ ও উপসর্গ সংক্ষেপে উল্লেখ করো।      2+1

(e) কারসিনোজেন কী? ক্যানসার রোগের প্রতিরোধ কীভাবে করা যায়?

 অথবা, ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনায় সেফটিক ট্যাঙ্ক পদ্ধতিটির সংক্ষিপ্ত বিবরণ দাও। সক্রিয় শ্লাজ কী?       2+1

★★ (1) উদ্ভিদ কলা পালন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো।

★★ অথবা, কার্পের প্রণোদিত প্রজননে পিটুইটারি নির্যাস কীভাবে প্রস্তুত করা হয় ? কার্পের নিবিড় মিশ্র মৎসচাষ বলতে কী বোঝো ?                                                           2+1

(g) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োজনীয় ধাপগুলি বর্ণনা করো।

(h) বায়োপেটেন্ট, বায়োপাইরেসি ও বায়োসেফটি বলতে কী বোঝো?

(i) ওজোন গহ্বর সৃষ্টির যেকোনো দু'টি কারণ লেখো। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কী?                     2+1

অথবা, এন্ডোথার্মিক ও পয়কিলোথার্মিক (Poikilothermic) প্রাণীর মধ্যে পার্থক্য কী? অসমোরেগুলেটর কাদের বলা হয়?

                                                                                2+1

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।                                      5x3 = 15


(a) চিহ্নিত চিত্র সহ গুপ্তবীজী পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ সংক্ষেপে বর্ণনা করো। স্পোরোপোলেনিন কী?

অথবা, চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। অমরা বলতে কী বোঝো?       4+1

(b) বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো। অসম্পূর্ণ প্রকটতা ও সহস্রকটতার মধ্যে পার্থক্য লেখো।

অথবা,লিঙ্গ সংযুক্ত বংশগতি বলতে কী বোঝো? টার্নারস সিনড্রমের কারণ ও উপসর্গগুলি উল্লেখ করো।        2+3

(c) বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা দাও। উদাহরণ সহ উদ্ভিদ পর্যায়ক্রমের সাধারণ পদ্ধতি বর্ণনা করো।               1+4


                  Part-B [Marks : 18]


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :                           1x14 = 14


(i) জাঙ্গল উদ্ভিদের (জেরোফাইট) বৈশিষ্ট্য হলো – 

       (a) পুরু কিউটিকল                  (b) নিমজ্জিত পত্ররন্দ্র 

        (c) জলধারণ কলার উপস্থিতি   (d) এগুলির সবক'টি

(ii) নীচের কোনটি রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ?

       (a) Taq পলিমারেজ      (b) DNA পলিমারেজ 

       (c) লাইগেজ                  (d) EcoRI 

★★ (iii) নিম্নলিখিতগুলির কোনটি একটি বহিরাগত মাছ (Exotic Fish)?

       (a) Labeo rohita   

        (b) Cyprinus carpio var. communis 

        (c) Tilapia mossambica        (d) b ও উভয়ই

(iv) চারগাফের সূত্রানুযায়ী প্রদত্তগুলির কোনটি সঠিক?

        (a) G=T                              (b) A= C

        (c) A+G=T+C                    (d) A+T / G+ C = 1 

(v) একসংকর জননের পরীক্ষায় F, জনুতে 1: 2:1 ফিনোটাইপিক অনুপাত নীচের কোনটির উপস্থিতি প্রমাণ করে?

       (a) অসম্পূর্ণ প্রকটতা      (b) বহু অ্যালিল 

       (c) প্লিওট্রপি                    (d) এগুলির কোনোটিই নয় 

(vi) নিম্নলিখিতগুলির কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয় ? 

  (a) এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায় 

  (b) এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না 

(c) এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না 

(d) সবক'টি

(vii) প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো-

       (a) অ্যাড্রিনালিন          (b) ইনসুলিন 

       (c) অক্সিটোসিন           (d) ভেসোপ্রেসিন

(viii) জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর pBR322 হলো একটি – 

        (a) প্লাসমিড             (b) ব্যাকটেরিওফাজ 

         (c) কসমিড             (d) কৃত্রিম ক্রোমোজোম

(ix) সুন্দরলাল বহুগুণা নীচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? 

       (a) সাইলেন্ট ভ্যালি আন্দোলন 

       (b) বিশনোই (জয়পুর) আন্দোলন 

        (c) চিপকো আন্দোলন 

        (d) এগুলির কোনোটিই নয়

(x) একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ হলো -

      (a) সালফার গুঁড়ো         (b) অ্যারোমেটিক হাইড্রোকার্বন 

       (c) কার্বন মনোক্সাইড     (d) PAN

(xi) নিম্নলিখিতগুলির কোনটি একটি ব্যাকটেরিয়াঘটিত কীটনাশক? 

      (a) Verticillum sp.        (b) Arthrobortrys sp

      (c) Dactylella sp.         (d) Bacillus thuringiensis

(xii) মানুষের ভার্মিফর্ম অ্যাপেনডিক্স হলো অভিব্যক্তির –

      (a) তত্ত্বঘটিত প্রমাণ                (b) পুরাতত্ত্বজনিত প্রমাণ

      (c) নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ  (d) এগুলির কোনোটিই নয়

(xiii) পরাগনালির অগ্রপ্রাপ্ত ডিম্বকের ডিম্বকরন্দ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় – 

      (a) চ্যালাজ়োগ্যামি          (b) পোরোগ্যামি 

      (c) মেসোগ্যামি                (d) অটোগ্যামি

(xiv) পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো –

     (a) মানুষের গাত্রবর্ণ           (b) সিকল সেল অ্যানিমিয়া 

     (c) ABO গ্রুপ                     (d) সিসটিক ফাইব্রোসিস 


2• নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি এক বাক্যে উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                          1×4 = 4

(a) বায়োফাটিফিকেশন কী?

(b) প্রস্টেট গ্রন্থির যেকোনো একটি কাজ উল্লেখ করো।

অথবা, ‘প্রকৃত ফল’ বলতে কী বোঝো?

(c) সিনইকোলজির সংজ্ঞা দাও।

অথবা, বায়োম কাকে বলে ?

(d) সেন্ট্রোমিয়ারের কাজ কী ?

একটি মন্তব্য পোস্ট করুন