🙏🙏 Welcome to BIOSGD 🙏🔬🧪🫁🫀🧬🩸🧠🇮🇳 (1) CLASS XII          (2) CLASS XI IMPORTANT QUESTIONS        (3) HS EXAM QUESTIONS     (4) NCERT Biology book 📚

Bonai Basanti Bidyapith CLASS XI TEST QUESTION 2022

                 Bonai Basanti Bidyapith

Class XI.                             Sub :- Biological Science

                         

Suggestion

     Unit 1

1. ছত্রাক রাজ্যের যে-কোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ছত্রাকের উদাহরণ দাও। 

2. ডিউটেরামাইসেটিস শ্রেণির ছত্রাককে ‘ফানজি ইমপারফেক্টি’ বলে কেন? ফাইকোমাইসেটিস ও অ্যাসকোমাইসেটিস গ্রুপের ছত্রাকের মধ্যে যে-কোনো দুটি পার্থক্য লেখো। 

3. ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের যে-কোনো চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়োফাইটের উদাহরণ দাও। 

4. উদাহরণসহ কনড্রিকথিস ও অসটিকথিসের মধ্যে পার্থক্য লেখো। 

5. ম্যামালিয়া শ্রেণির তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখো (দুটি বহিঃঅঙ্গস্থানিক ও একটি অভ্যন্তরীণ)। 

6. মেটাথেরিয়া ও ইউথেরিয়া-এর মধ্যে দুটি পার্থক্য লেখো। 

7. ফাইলাম কর্ডাটার অন্তর্ভুক্ত সুপারক্লাস অ্যাগনাথার দুটি নির্ণায়ক বৈশিষ্ট্য লেখো। 

8. ব্রায়ফাইটাকে ‘উদ্ভিদ জগতের উভচর' বলা হয় কেন? 

9. প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন্ কোন্ পর্বের প্রাণীদের দেহে পরিলক্ষিত হয়? –(a) ক্যানাল সিস্টেম, (b) জলসংবহনতন্ত্র, (c) কোম্বপ্লেট, (d) গলবিলীয় ফুলকাছিদ্র।

10. প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন কোন পর্বের প্রাণীদের দেহে পরিলক্ষিত হয়? (i) স্পঞ্জোসিল, (ii) ম্যান্টল, (iii) হিমোসিল, (iv) গ্যাস্ট্রোভাস্কুলার নালি। 


UNIT 3 

1. মাইটোকনড্রিয়াকে ‘অর্ধস্বাধীন কোশ অঙ্গাণু' বলে কেন ?

2. জোন্ অফ্ এক্সক্লুশন কী? ফ্রাগমোপ্লাস্টের কাজ কী?

3.গলগি বডির কাজ লেখো। 

4. পলিজোম কী? নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোশের নাম লেখো।

5. সিনোসাইট ও সিনসিটিয়াম কী? একটি করে উদাহরণ দাও।

6. মাইটোকনড্রিয়ার পরাণু গঠনের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে অক্সিজোম চিহ্নিত করো। 

7.সাইটোস্কেলিটন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। 

8.কোশপর্দার ফ্লুইড মোজেইক মডেলটি সংক্ষেপে চিত্রসহ বর্ণনা করো। (XI-18, 16, 14, 11,09) মাইসেলি কী? 

9. নিউক্লিয়াসের পরাণু গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। [XI-16, 14 HS-05 ,01] 

10. কোশ আবরক ও গ্লাইকোক্যালিক্স কী? [XI-18] এর কাজ কী?

অধ্যায় 8 : কোশ বিভাজন 

1. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 

কয়প্রকার ও কী কী?

2. ইন্টারফেজ দশার তাৎপর্য বর্ণনা করো। 

3. কোশচক্র নিয়ন্ত্রণে চেক পয়েন্টগুলির ভূমিকা লেখো। 

অথবা, চেক পয়েন্ট না থাকলে কী হত? 

4. অ্যানাস্ট্রাল ও অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস বলতে কী বোঝো?

5.কোশ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী?

6. মাইটোজেন কী? উদাহরণ দাও। 

7. সাইন্যাপসিস কী? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কী? 

8. কায়াজমা এবং ক্রসিংওভার বলতে কী বোঝো

9.ইন্টারফেজের বৈশিষ্ট্যগুলি লেখো। ডায়াকাইনেসিস দশার একটি বৈশিষ্ট্য লেখো।

10. নিম্নলিখিত ঘটনাগুলি কোশচক্রের কোন্ দশায় সম্পন্ন হয়? – (a) বেমের বিষুব অঞ্চলের দিকে ক্রোমোজোমের স্থানান্তর, (b) সেন্ট্রোমিয়ার বিচ্ছিন্ন হওয়া এবং ক্রোমাটিডের পৃথক হওয়া, (c) সমসংস্থ ক্রোমোজোমের মিলিত হওয়া, (d) সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডের বিনিময়। 

1


UNIT  4 

1. PS-II-এর সংজ্ঞা দাও। 

2. আলোক শ্বসন (Photorespiration) কাকে বলে? XI-19,14) কোথায় ঘটে? আলোক শ্বসনের গুরুত্ব লেখো।

3. RUBISCO-এর সম্পূর্ণ কথাটির অর্থ কী? এর সাবস্ট্রেটগুলির নাম লেখো।

4. আবর্তাকার ও অনাবর্তাকার ফোটোফসফোরাইলেশনের পার্থক্য লেখো। অথবা, চক্রাকার ও অচক্রাকার ফসফোরাইলেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

5. কেলভিন চক্র কী? শব্দচিত্রে C³ চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপিত করো।

6. সালোকসংশ্লেষ পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির উৎস কী কী? 

7. হিল বিক্রিয়া বলতে কী বোঝো? 

8. ফোটোফসফোরাইলেশনে ইলেকট্রন বাহকগুলির নাম লেখো।

9. PS-1 ও PS-II-এর পার্থক্য লেখো। ,আলোক রাসায়নিক বিক্রিয়ার তাৎপর্য লেখো। 

10. ফোটোফসফোরিভবন কী? আলোক শ্বসন ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। 


অধ্যায় 13: উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ  

1. সাইটোকাইনিনের যে-কোনো একটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো। 

2. অ্যান্টিঅক্সিন কী?

3. ফল পাকার সময় যে হরমোনটি উৎপন্ন হয় তার নাম লেখো

4. দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ (critical day length) কী?

5. জিব্বেরেলিনের একটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো। 

6. অ্যাবসাইসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো।

7. বীজের সুপ্তদশার প্রভাবকগুলি উল্লেখ করো।

8. আলোক পর্যায়বৃত্তি কাকে বলে? 

9. উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তি (Photo Periodism) পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দিবা নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ দাও। 

10. উদাহরণসহ হ্রস্ব দিবা উদ্ভিদ, দীর্ঘ দিবা উদ্ভিদ ও দিবা নিরপেক্ষ উদ্ভিদের সংজ্ঞা দাও।  ফোটোপিরিয়ডিজম-এর গুরুত্ব লেখো। 

 অথবা, আলোক পর্যায়কাল অনুসারে উদ্ভিদের শ্রেণিবিভাগ করো।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন